প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নতুন বছরের তিন মাস কেটে যাচ্ছে অথচ চিত্রনায়িকা মাহির নতুন কোনো সিনেমার খবর নেই। তিনি এখন প্রায় বেকার বসে আছেন। যদিও মাহি বেশ কিছুদিন ধরে বলছেন কয়েকটি ভিন্নধারার সিনেমা নিয়ে হাজির হবেন। তবে তার সেই সিনেমা আর আসছে না। তবে মাহির ভাষ্য, তিনে এখনো অপেক্ষা করছেন। প্রয়োজনে আরো কিছুদিন অপেক্ষা করবেন। এখন হাতে থাকা পুরনো কিছু সিনেমার কাজ করবেন। তবে মাহির এই বেকার বসে থাকার কারণ তার উচ্চ পারিশ্রমিক। সিনেমা প্রতি ১০ লাখ টাকা হাঁকেন। এত পারিশ্রমিক দিয়ে নির্মাতারা তাকে নিয়ে সিনেমা করতে আগ্রহী নন। তবে মাহি বলেছেন, আমি সিদ্ধান্ত বদলেছি। চলচ্চিত্রের কারণে পারিশ্রমিক কমাবো। আর ১০ লাখ টাকা চাইবো না। সিনেমার গল্প ভালো হলে পারিশ্রমিক স্বাভাবিক নেব। যাতে প্রযোজক-পরিচালকরা কাজটা করতে পারেন আরও ভালোভাবে। স্বীকার করছি, বাজারের কথা না ভেবে নিজের পারিশ্রমিক চাওয়াটা ভুল ছিল। বেশ কয়েকজন নির্মাতা জানান, আগের মতো মাহির দর্শক চাহিদা নেই। ফলে নির্মাতারাও আগ্রহ দেখাচ্ছেন না। যে কয়জন আগ্রহ প্রকাশ করেন তার উচ্চ পারিশ্রমিকের কারণে পিছিয়ে যান। মাহিকে তার বাজার দর ও দর্শক চাহিদা সম্পর্কে বুঝতে হবে। ক্যারিয়ার ধরে রাখতে হলে, অবস্থান বুঝে তাকে এগিয়ে আসতে হবে। তা নাহলে অচিরেই হারিয়ে যাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।