বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বারো রশিয়ার দাদনচক এলাকার একটি ডোবানালা খাল থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় দুর্লভপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য আক্তারুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে নবজাতকটিকে কেউ হত্যা করে খালের পানিতে ফেলে গেছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এরআগে বুধবার একই স্থানে ওই নবজাতকের মরদেহ প্রথমে ভাসতে দেখে এলাকাবাসি। পরে শিবগঞ্জ থানার এসআই রিপন কুমার ঘটনাস্থলে গিয়ে মরদেহ খুঁজে না পেয়ে ফিরে আসেন। অবশেষে রাতে আবারো মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে নবজাতকটি কার তা নিশ্চিত হওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।