Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়ার্নকে উড়িয়ে শেষ আটে লিভারপুল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৯, ৪:০৬ এএম | আপডেট : ৪:৩৫ এএম, ১৪ মার্চ, ২০১৯

বায়ার্ন মিউনিখকে বিদায় করে শেষ আটে জায়গা করে নিয়েছে গতবারের রানার্স আপ লিভারপুল। সাদিও মানের জোড়া গোলে নিকো কোভাচের দলকে ৩-১ গোলে হারায় ইয়ুর্গুন ক্লপের দল। দুই লেগ মিলে ৩-১ অগ্রগামিতায় শেষ আট নিশ্চিত করে প্রিমিয়ার লিগের দলটি। দু’দলের প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

একে প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ, মৌসুমের শুরুটা ভালো না হলেও ডিসেম্বর থেকেই যাদের ফর্ম ঊর্ধ্বমুখী। এমনই যে, একসময়ে ৭ পয়েন্ট এগিয়ে যাওয়া ডর্টমুন্ডকেই গত সপ্তাহে পেছনে ফেলে সেপ্টেম্বরের পর উঠেছে লিগ-শীর্ষে। তাদের বিপক্ষে জিততে হলে বিশেষ কিছুই করে দেখাতে হতো ইংলিশ ক্লাবটিকে।

রেকর্ড যদিও ইয়ুর্গেন ক্লপের দলকে ভয় দেখাচ্ছিল, চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের মাঠে এই মৌসুমে গ্রুপ পর্বে তিনটি ও সব মিলিয়ে সর্বশেষ চার ম্যাচেই হেরেছে লিভারপুল। বুধবার রাতে আলিয়েঞ্জ অ্যারেনার এমন ম্যাচেই শতভাগ জ্বলে উঠলেন মানে-সালাহরা।

নিজেদের মাঠে শুরুতে বেশি সময় পায়ে বল রাখা বায়ার্ন পায় প্রথম সুযোগ। দশম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ হাতছাড়া করেন রেবর্ত লেভানদফস্কি। ঠিকমতো বল নিয়ন্ত্রণে নিতে না পারায় শটই নিতে পারেননি এই ফরোয়ার্ড।

ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে বায়ার্নের রক্ষণে চাপ বাড়ায় লিভারপুল। আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠে ম্যাচ।

২৬তম মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন সাদিও মানে। মাঝমাঠ থেকে উড়ে আসা ভার্জিল ফন ডাইকের বলে তার প্রথম স্পর্শ ছিল দুর্দান্ত। সঙ্গে লেগে থাকা ফেরেইরা দে সোসা বিভ্রান্ত হয়ে এগিয়ে যান অনেকটা। বিপদ দেখে ছুটে এসে বাধা দেওয়ার চেষ্টা করেন গোলরক্ষক মানুয়েল নয়ার। তাকে এড়িয়ে ফাঁকা জালে বল পাঠান ছন্দে থাকা মানে।

৩৯তম মিনিটে সৌভাগ্যের গোলে সমতা ফেরে বায়ার্ন মিউনিখ। সের্গে জিনাব্রির নিচু ক্রস পোস্টের পাশ দিয়ে বাইরে পাঠানোর চেষ্টায় জালে পাঠিয়ে দেন জোয়েল মাতিপ। লিভারপুলের চতুর্থ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে আত্মঘাতী গোল করা এই ডিফেন্ডারের সামনে খুব বেশি বিকল্প ছিল না। কারণ, তার ঠিক পেছনেই ছিলেন অরক্ষিত লেভানদফস্কি। তার গোল করতে স্রেফ একটা টোকা দিতে হতো।

দ্বিতীয়ার্ধে ৬৯তম মিনিটে আবার এগিয়ে যায় লিভারপুল। জেমস মিলনারের দারুণ কর্নারে সবার উঁচুতে লাফিয়ে চমৎকার হেডে বল জালে পাঠান ফন ডাইক।

৭৫তম মিনিটে বিপজ্জনক জায়গায় থেকে ঠিক মতো শট নিতে পারেননি মোহামেদ সালাহ। কোনোমতে দলকে বিপদমুক্ত করেন নয়ার। শট না নিয়ে শুরুতেই মানেকে বল বাড়াতে পারতেন সালাহ, ডি বক্সে তিনি ছিলেন অরক্ষিত।

এই ভুল যেন কিছুক্ষণ পর পুষিয়ে দেন সালাহ। ডি বক্সের বাইরে থেকে উঁচু করে বল বাড়ান এই ফরোয়ার্ড। দারুণ হেডে নয়ারকে ফাঁকি দিয়ে ৮৪তম মিনিটে ব্যবধান আরও বাড়ান মানে। বাকি সময়ে গোল পায়নি কোনো দলই।

এই জয়ের মাধ্যমে একটি চক্রও পূরণ হল।

শেষ ষোলোতে ইংল্যান্ডের ক্লাবগুলোর মধ্যে টটেনহাম হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ডকে, ম্যানচেস্টার ইউনাইটেড তো পিএসজির বিপক্ষে দারুণ রূপকথাই লিখেছে। আগের রাতেই শালকের জালে ৭ গোল করেছে ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের সব দলই যখন ভালো করছে, তা-ও আবার প্রায় সব জার্মান দলের বিপক্ষেই, ‘জার্মান-ইংরেজ’ লড়াইয়ে শতভাগ পূর্ণতা দেওয়ার দায়ও যে ছিল লিভারপুলের ঘাড়েই!

একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে লিওঁকে ক্যাম্প ন্যু’তে লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে ৫-১ গোলে উড়িয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে বার্সেলোনা।

এর আগে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করা দলগুলো হলো ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, টটেনহ্যাম হটস্পার, আয়াক্স, পোর্তো ও জুভেন্টাস।

আগামী শুক্রবারের ড্রয়ে শেষ আটে দলগুলোর প্রতিপক্ষ নির্ধারিত হবে।

এক নজরে বুধবার রাতের ফল

বার্সেলোনা ৫ : ১ লিঁও

বায়ার্ন মিউনিখ ১ : ৩ লিভারপুল



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ