Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যুদন্ড স্থগিত হতে যাচ্ছে ক্যালির্ফোনিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউসম মৃত্যুদন্ড কার্যকর করার ওপর স্থগিতাদেশ আরোপ করতে যাচ্ছেন। এর মধ্যদিয়ে এ রাজ্যের মৃত্যুদন্ড বিতর্ক প্রশ্নে ৭৩৭ আসামী সাময়িকভাবে এ ধরনের সাজা থেকে রেহাই পেতে যাচ্ছেন।
লিখিত বক্তব্য অনুযায়ী নিউসম বলবেন, ‘মৃত্যুদন্ড আমাদের মূল্যবোধের পরিপন্থী।’
তার দপ্তর জানায়, এ গভর্নর মৃত্যুদন্ড বন্ধে একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করতে যাচ্ছেন। এ আদেশ অনুযায়ী ক্যালিফোর্নিয়ার বিষাক্ত ইনজেকশন প্রোটোকল তুলে নেয়া হবে এবং সান কুয়েনটিন কারাগারে মৃত্যুদন্ড কার্যকর করার চেম্বার বন্ধ করে দেয়া হবে। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ