Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরোধী প্রার্থী নেই, তবুও ভোট পড়ল ৯৯.৯৯%! কোথায়?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

স¤প্রতি অনুষ্ঠিত হয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ আইনসভা সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির নির্বাচন। কিম জন-উনের দেশে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রতি কেন্দ্রে প্রার্থী ছিলেন মাত্র ১ জনই। আর ভোটদানের হার ৯৯.৯৯ শতাংশ। মঙ্গলবার সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। গতবার অনুষ্ঠিত নির্বাচনে ভোটদানের হার ছিল ৯৯.৭৯ শতাংশ।
কোনও ক্ষমতা না থাকলেও নিয়ম মাফিক প্রতি ৫ বছর অন্তর সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির ভোট অনুষ্ঠিত হয়। নিয়ম অনুসারে, প্রার্থী কে হবে, তাও সরকার ঠিক করে দেয়। এহেন ভোট ঘিরেও সাধারণ মানুষের মধ্যে 'উন্মাদনা'য় কখনও ভাঁটা পড়তে দেখা যায় না। কারণ এ দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ফলে ভোটে বিরোধী প্রার্থী বলে কিছু না থাকলেও সকাল থেকে ভোট কেন্দ্রের বাইরে লাইন দিলেন ভোটাররা। আর সরকারের মনোনীত একমাত্র প্রার্থীকে সমর্থন জানিয়েছে বাড়ি ফিরলেন তাঁরা।
কিছু মানুষ প্রবাসে থাকায় ১০০ শতাংশ ভোটদান হয়নি বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ