বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বুধবার রংপুর সেনানিবাস-এ ৭২ নং পদাতিক বিগ্রেড পরিদর্শন করেন। উল্লেখ্য, গতকাল ছিল ব্রিগেডটির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৭২ পদাতিক ব্রিগেডে পৌছলে ব্রিগেডের একটি চৌকস কন্টিনজেন্ট বিমান বাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে। ব্রিগেড পরিদর্শন শেষে বিমান বাহিনী প্রধান সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশ বিমান বাহিনীর একজন কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা উইং কমান্ডার এম কে বাশার, বীরউত্তম, টিবিটি (পরবর্তীতে এয়ার ভাইস মার্শাল ও বিমান বাহিনী প্রধান) স্বাধীনতার পরবর্তী সময়ে এই ব্রিগেডটি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর বিমান বাহিনী প্রধান বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে লালমনিরহাটে বিমান বাহিনীর যোগাযোগ ও রক্ষণাবেক্ষণ ইউনিটে যান। -আইএসপিআর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।