Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিফলে গেল চেষ্টা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

বিজেপির চেষ্টা আপাতত বিফলে গেল। বিজেপিতে যোগ দিচ্ছেন না বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দল ভাঙানোর খেলায় নেমে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সূত্র ধরে শোভন চট্টোপাধ্যায়কে দলে আনার চেষ্টা মাঠে মারা গেল। গতকাল বুধবার সাংবাদিক সম্মেলন করে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বললেন, ‘বিজেপিতে যাচ্ছি না, কোন রাজনৈতিক দলে যাচ্ছি না।’
তবে মুকুল রায় যে তাকে ফোন করেছিলেন, তা এদিন স্পষ্টতই জানিয়েছেন তিনি। তার কথায়, ‘আমি শিক্ষক সংগঠনের জেনারেল সেক্রেটারি ছিলাম। কিন্তু এখন নই। ২ মার্চ আমাকে বিজেপির এক নেতা ফোন করেন বলেন ভাবনাচিন্তা করতে।’ কিন্তু তিনি যে বিজেপির ডাকে সাড়া দিচ্ছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন বৈশাখী। তবে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গেই যে তার সুসম্পর্ক রয়েছে, তা জানিয়েছেন তিনি। তার কথায়, ‘আজ আমি কোথাও গেলাম না মানে কাল যাব না, তা কিন্তু নয়।’
উল্লেখ্য, সম্প্রতি রায়চকে গিয়ে দুষ্কৃতিদের হাতে ঘেরাও হন শোভন, বৈশাখী। তার নামে কুৎসা রটিয়ে কিছু মানুষ আনন্দ পাচ্ছে বলে অভিযোগ করেন বৈশাখী। তার কথায়, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির হয়ে দাঁড়াচ্ছি বলে রটানো হচ্ছে। সেই বিষয়টা পরিষ্কার করে দিতেই আজকের সাংবাদিক বৈঠক।’ সূত্র: এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ