Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলেমরা গর্জে উঠলে মেননরা পালাবার পথ পাবে না

সম্মেলনে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার : | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, মেননরা এ দেশে বাস করলেও প্রকৃতপক্ষে ইয়াহুদী, খৃস্টান ও নাস্তিক্যবাদের এজেন্ট। মেনন সাহেব মন্ত্রীত্ব হারিয়ে উন্মাদ হয়ে গেছেন। তাই পার্লামেন্টে দাঁড়িয়ে ইসলাম, মাদরাসা শিক্ষা, আলেম ওলামা ও হেফাজত বিরোধী বক্তব্য দিয়ে ইসলাম বিদ্বেষী গোষ্ঠীর কৃপা পেতে চান।
তিনি বলেন, মেননদের মনে রাখা দরকার যে, আলেম সমাজ এখনো রাজপথ ছাড়েননি। একবার গর্জে উঠলে আপনারা পালাবার পথও খুঁজে পাবেন না। বাংলার মাটিতে মেননদের মত নাস্তিকদের কোন ঠাঁই হবেনা।
গত সোমবার রামু সদরে মন্ডলপাড়া ইসলামী যুব সংস্থা কর্তৃক আয়োজিত দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছিলেন।

তিনি বলেন, উপমহাদেশর ঐতিহ্যবাহী দ্বীনিধারা কওমি মাদরাসা শিক্ষাকে বিষবৃক্ষ বলা, খতমে নবুওয়ত অস্বীকারকারী কাফের কাদিয়ানীদের পক্ষে দালালী, হেফাজত ও দেশের সর্বজন শ্রদ্ধেয় শীর্ষ আলেম আমীরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ও জাতীয় কবিকে কটাক্ষ করে জাতীয় সংসদে অশোভন ভাষায় আক্রমণকারী রাশেদ খান মেননের বিরুদ্ধে আইনি, রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। মাওলানা ইসলামাবাদী আরো বলেন, মেনন ইসলামী অনুশাসনকে মোল্লাতন্ত্র বলে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জাতীয় সংসদে পাশ করা কওমী শিক্ষার বিরুদ্ধে বিষোদগার করে মহান সংসদকেও অবমাননা করেছেন তিনি। শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী সম্পর্কে অশালীন বক্তব্য দিয়ে ওলামা, তোলাবা ও তৌহিদী জনতার অন্তরে চরম আঘাত করেছেন। অনতিবিলম্ব তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। না হলে এদেশের ইসলামী জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

মাওলানা ইসলামাবাদী সরকারের উদ্দেশ্যে বলেন, এ জাতীয় মুনাফেকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় দেশের আলেমসমাজ ও তৌহিদী জনতা তার ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। রামু সদর ইউনিয়নের মন্ডলপাড়া ঐতিহ্যবাহী মাইমুন আলী জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার সহকারী পরিচালক মাওলানা হাফেজ আব্দুল হক, রামু কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা হাফেজ শামসুল হক, চকরিয়া দারুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা হাফেজ মনছুর আলম জমিরী, রামু বাজার জামে মসজিদের খতীব মাওলানা আমানুল হক। সম্মেলনে এলাকার প্রবীণ আলেম মাওলানা বখতিয়ার আহমদসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

 



 

Show all comments
  • Bashir Ahmed ১৩ মার্চ, ২০১৯, ২:৩৪ এএম says : 0
    kotha sotto
    Total Reply(0) Reply
  • Kamal ১৩ মার্চ, ২০১৯, ২:৩৪ এএম says : 0
    কিন্তু সমস্যা হলো আপনারা এক হতে পারেন না।
    Total Reply(1) Reply
    • Kawsir ১৩ মার্চ, ২০১৯, ২:৩৫ এএম says : 4
      একদম ঠিক বলেছেন। তারা এক হতে পারলে আর গর্জনের প্রযোজন হতো না।
  • মোহাম্মদ আব্দুস সালাম ১৩ মার্চ, ২০১৯, ৭:৫৮ এএম says : 0
    আলেম সমাজকে বলছি আপনারা যদি এবার এক হতে না পারেন তাহলে ভবিষ্যতে মেননতো এবং ইনুদের মত কম্যুনিষ্টদের সাহস আরও বেড়ে যাবে। এখনই সময় ওদেরকে শায়েস্তা করার। অন্তঃত আপনারা যারা মূল ধারার আলেম সমাজ তারা এক হয়ে যান। আপনাদের অনৈক্যের কারণেই আজ সাধারণ মুসলমানও কিন্তু কি করবে বুঝে উঠতে পারছেনা। আপনারা সকল ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে এক কাতারে ধারান দেখবেন বাংলার জনগন আপনাদের সাথে থাকবে। তখন কোন নাস্তিক মুরতাদরা কোন কথা বলতে সাহস পাবেনা।
    Total Reply(0) Reply
  • Nannu chowhan ১৩ মার্চ, ২০১৯, ৮:৪০ এএম says : 0
    Apnar boktobbe ami shompurno eakmot kintu amar prosnno bivinno jaigai o shikkha protishtaner kisu hindu monafiq shikkhok 90 vag mosolmaner deshe satrider jor poorbok hijab khole felse eai bepare apnader kono kthin karjokormo kothor andolon dia eai shob shikkhokder shaja o bohishkarer jor dabir moto kono karjokormoto dekhlamna....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্মেলনে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ