মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারো ব্যক্তিগত আক্রমণের শিকার হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার তাকে নিয়ে কুৎসিতভাবে ধর্মীয় মেরুকরণের তাস খেললেন বিজেপির কেন্দ্রীয়মন্ত্রী অনন্ত হেগড়ে। রাহুলের বংশপরিচয় নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কুৎসিত আক্রমণ করে তিনি বলেন, ‘মুসলিম বাবা আর খ্রিষ্টান মায়ের সন্তান রাহুল গান্ধী কী করে হিন্দু ব্রাহ্মণ হন!’
মাস কয়েক আগেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের সময় জাত-পাতের রাজনীতি পুরোদমে শুরু হয়েছিল। রাহুল গান্ধীর গোত্র কী, ধর্ম কী, তা নিয়ে বিজেপি আক্রমণ শানাতে থাকে সেসময়। তখনই রাহুল তো স্পষ্ট করেই জানিয়ে দেন, তিনি পৈতেধারী ব্রাহ্মণ। নিজেকে কাশ্মীরি ব্রাহ্মণ বলে পরিচয় দিয়ে বলেন, তার গোত্র দত্তাত্রেয়। এয়ার স্ট্রাইকের প্রমাণ চাওয়া নিয়ে রাহুল গান্ধীতে আক্রমণ করতে গিয়েই অনন্ত হেগড়ে বলেন, ‘গোটা বিশ্ব এয়ার স্ট্রাইককে বৈধতা দিয়েছে। শুধু রাহুল গান্ধীরা প্রমাণ চান। যেই ব্যক্তির বাবা মুসলিম, মা খ্রিষ্টান, তিনি নিজেকে পৈতেধারী ব্রাহ্মণ বলে দাবি করেন। ওর কাছে কি প্রমাণ আছে যে, ও হিন্দু।’ একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে এমন বিদ্বেষমূলক মন্তব্য করায় ভারতজুড়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।