নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
কাঁধের ইনজুরির কারনে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট খেলা নিয়ে শঙ্কায় পড়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। কিউই কোচ গ্যারি স্টিড বলেন, ‘তৃতীয় টেস্টে উইলিয়ামসন খেলতে পারবে কি-না আমরা এখনো নিশ্চিত নই।’
ম্যাচের তৃতীয় দিন বাংলাদেশের ব্যাটিং-এর সময় গালিতে ফিল্ডিং-এ কাঁেধ চোট পান উইলিয়ামসন। প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিল্ডিং ও পরবর্তীতে ব্যাটিংও করেন তিনি। কিন্তু ব্যাটিং চলাকালীন ব্যাথা অনুভব করেন উইলিয়ামসন। এসময় ক্রিজে বেশ কয়েকবার ফিজিওর চিকিৎসাও নেন তিনি। তবে ব্যক্তিগত ৭৪ রানে আউট হবার পর স্থানীয় একটি হাসপাতালে নিজের কাঁেধর স্ক্যান করান উইলিয়ামসন।
স্ক্যান রিপোর্টে দেখা গেছে- উইলিয়ামসনের কাঁধের মাংসপেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার’ ধরা পড়েছে। নিউজিল্যান্ড কোচ স্টিড জানান, ‘উইলিয়ামসন ক্রাইস্টচার্চে অনিশ্চিত। তবে দলের সঙ্গে যাবেন তিনি। শেষ টেস্টের আগে তাকে পর্যবেক্ষণে রাখা হবে।’
স্টিড আরও বলেন, ‘উইলিয়ামসন শেষ টেস্ট খেলতে আগ্রহী। তারপরও আমরা কোন ঝুঁিক নিবো না। কারন সামনেই ওয়ানডে বিশ্বকাপ। তার আগে দলের সবাইকে সুস্থ রাখাটা জরুরি।’
এদিকে, ওয়েলিংটন টেস্টের শেষ দিন শুরুর আগে সকালে অনুশীলনে হ্যামস্ট্রি ইনজুরিতে পড়েন উইকেটকিপার বিজে ওয়াটলিং। তাই শেষ দিন মাঠে দেখা যায়নি তাকেও। তবে ওয়াটলিং-কে নিয়ে খুব বেশি চিন্তিত নয় নিউজিল্যান্ড। কারন তার ইনজুরিটি খুব বেশি ঝুঁিকর নয় বলে জানিয়েছেন কোচ স্টিড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।