পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে আগামী সপ্তাহ থেকে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, তুরাগ ও বুড়িগঙ্গা তীরের ন্যায় উত্তর সিটি কর্পোরেশনে আওতাধীন এলাকার খাল ও পানিপ্রবাহের স্থানে সব ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে। গতকাল রাজধানীর উত্তর বাড্ডা সংলগ্ন সুতি খালসহ পানিদ্ধ এলাকা পরিদর্শনে এসে সদ্য নির্বাচিত মেয়র এসব কথা বলেন। এসময় তিনি অবৈধ দখলদাররা ছাড় পাবে না বলেও হুশিয়ারি দেন।
মেয়র বলেন, নগরবাসীর সেবায় সব প্রোটোকল ভেঙে সর্বাত্মক কাজ করতে চাই। এ জন্য ওয়াসার এমডিকে কল করে পানিবদ্ধতা নিরসনে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছি। এর ফলে আজ (গতকাল) খাল পরিদর্শনে ওয়াসা থেকে প্রধান প্রকৌশলী আমাদের সঙ্গে এসেছেন। সবাই মিলে পানিবদ্ধতা থেকে কিছুটা হলেও নগরবাসীকে মুক্তি দিতে চেষ্টা করছি। তিনি বলেন, বর্ষা মৌসুম খুব কাছাকাছি চলে এসেছে। তবুও স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য কাজের বিষয়ে আমরা আলোচনা করছি।
তিনি বলেন, খাল ও পানি প্রবাহের জায়গায় ময়লা-আবর্জনা এবং প্লাস্টিকসহ অন্যান্য আবর্জনার স্তূপ জমে আছে। বর্ষার আগেই এগুলো পরিষ্কারের পাশাপাশি খনন করে গভীরতা সৃষ্টি করা হবে। এছাড়া খালে ময়লা ফেলা বন্ধে আশপাশের দোকানগুলোতে ছোট ময়লার পাত্র রাখা বাধ্যতামূলক করা হবে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সব ড্রেন পরিষ্কারে ওয়াসাকে নির্দেশসহ স্থায়ীভাবে পানিবদ্ধতা নিরসনে সিভিল এভিয়েশন, ওয়াসা ও ডিএনসিসিকে নির্দেশ দেন। এছাড়া বনানী এলাকায় পানিবদ্ধতা আগাম প্রতিরোধে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালককে রেল লাইন ও মূল সড়কের মাঝের জলাশয়টি ১৫ দিনের মধ্যে ৩০০ ফুট গভীর করার নির্দেশ দেন।
উল্লেখ্য, আসন্ন বর্ষায় পানিবদ্ধতা নিরসনের লক্ষ্যে করণীয় ঠিক করতে গতকাল সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত মহানগর উত্তরের আওতাধীন খাল ও পানিবদ্ধতা বিভিন্ন এলাকা পরিদর্শন করেন আতিকুল ইসলাম। উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন শায়েস্তা খাঁ এভিনিউ, র্যাব-১ কার্যালয়ের পেছনে, আশকোনা, বনানী ও বাড্ডার সুতি খালসহ বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন। এসময় ডিএনসিসি ছাড়াও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, ১৭ মার্চ থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। মেয়র বলেন, সবাই সচেতন হলে এবং নিজের আশপাশ পরিচ্ছন্ন রাখলে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।