Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইয়ুব আমলেও এমন কলঙ্ক হয়নি নির্বাচনে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

পাকিস্তান আমলের ইয়াহিয়া-আয়ুবের আমলকেও এ ডাকসু নির্বাচনের কলঙ্ক হার মানিয়েছে বলে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম মন্তব্য করেছেন। তিনি বলেন, ডাকসুর ইতিহাসে এমন কলঙ্ক আর কখনো সংঘটিত হয়নি। পাকিস্তানের ইয়াহিয়া- আইয়ুব এমনকি স্বাধীনতার পর এরশাদ আমলেও ডাকসু নির্বাচনে এমন কলঙ্ক হয়নি। ডাকসু নির্বাচনে যা হলো তা গোটা নির্বাচনী ব্যবস্থাকে ফের কলঙ্কিত করেছে। সরকার যে নির্বাচনী সংস্কৃতি সৃষ্টি করেছে তা রুখে দেয়া জরুরি।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুজাহিদুল ইসলাম সেলিম ডাকসু নির্বাচনে আগের রাতে ব্যালট পেপারে টিক প্রদান করে বস্তা ভর্তি করে রাখা, ব্যালট পেপার অন্যত্র সরিয়ে রাখা, বুথ জ্যাম করে রেখে শিক্ষার্থীদের ভোট দানে বাধা প্রদান করা, লিটন নন্দী, অরণি, নূরু, দীপ্তিসহ প্রার্থীদের শারীরিক নির্যাতন করাসহ ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন কর্তৃক নানা অনিয়মের তীব্র নিন্দা জানান। সেই সাথে তিনি পুনঃনির্বাচনের দাবি জানান।
আওয়ামী শাসন আমলে ডাকসু নির্বাচন কখনোই সুষ্ঠু হয়নি- আ স ম রব
জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব এক বিবৃতিতে বলেছেন, আওয়ামী শাসনামলে ডাকসু নির্বাচন কখনোই সুষ্ঠু হয়নি। তিনি সাধারণ ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের দাবি মতে বিতর্কিত নির্বাচন বাতিল ঘোষনা করে নতুন ভাবে নির্বাচনের সময়সূচি দেয়ার দাবি জানান। তিনি বলেন, ৭৩ এর ডাকসু নির্বাচনে জেএসডি সমর্থিত ছাত্রলীগের মাহবুব-জহুর পরিষদ ৮০ ভাগ ভোট পেয়ে যখন বিজয়ী হচ্ছিল তখন ব্যালট বাক্স হাইজ্যাক করে এ বিজয় ছিনিয়ে নেয়া হয়। ২৮ বছর ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকদের দীর্ঘ প্রত্যাশিত ডাকসু নির্বাচন দিতে বাধ্য হলেও ভোট গ্রহনের স্থান নিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের মতামত প্রত্যাখ্যান, আজকে নির্বাচনের দিনও বিরোধী প্যানেলের প্রার্থীদের উপর হামলা, আগের রাতে ব্যালট বাক্সে ভোট ভরে রাখা ইত্যাদির মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের মত ছাত্রদের নির্বাচনও এই সরকারের আমলে কলঙ্কিত হল।
ডাকসু নির্বাচনেও জাতীয় নির্বাচনের ছায়া-বাম গণতান্ত্রিক জোট
ডাকসু নির্বাচনেও জাতীয় নির্বাচনের ছায়া পড়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। তারা বলেন, ভোট কারসাজি নিয়ে ছাত্র-ছাত্রীদের আশঙ্কাই প্রমাণিত হলো। বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ ডাকসু এধরণের ঘটনার তীব্র নিন্দা জানান। এর পাশাপাশিতে পুনঃনির্বাচন দাবি করেন।
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদ এর সনম্বয়ক বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ ও পরিচালনা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান, শাহ আলম, মুবিনুল হায়দার চৌধুরী, শুভ্রাংশু চক্রবর্ত্তী, সাইফুল হক, আকবর খান, জোনায়েদ সাকি, ফিরোজ আহম্মেদ, মোশাররফ হোসেন নান্নু, অধ্যাপক আব্দুস সাত্তার, মোশরেফা মিশু, হামিদুল হক এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয় স্বাধীনতার পর ’৭৩ সালে আওয়ামী ছাত্র সংগঠন ব্যালট বাক্স ছিনতাই করার মধ্য দিয়ে যে কলংকজনক অধ্যায় আওয়ামী ছাত্রলীগ শুরু করেছিল এবারের ডাকসু নির্বাচনে তাই ভিন্নরূপে প্রকাশিত হয়েছে। কুয়েত-মৈত্রী হলে ভোট শুরুর আগে আগাম ব্যালট পেপারে ভোট দিয়ে বস্তা ভর্তি করে রাখা বাস্তবে জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনে ভোট ডাকাতির জ্বলন্ত নজির।



 

Show all comments
  • M Nahid Reza ১২ মার্চ, ২০১৯, ২:৪২ এএম says : 0
    দয়া করে বাদ দেন আইয়ুব আমল আর তমুক আমল আগে বাংলাদেশে শিক্ষিত সমাজ তুলনামূলক কম ছিলো সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে প্রতিষ্ঠিত করেছে দেশ ও জনগনের মঙ্গল আজ শিক্ষিত সমাজ ও মানুষ অনেক কিন্তু অন্যের প্রতিবাদ হয়না আগে সকলে সম্মিলিত ভাবে প্রতিবাদ করে প্রতিষ্ঠিত করেছে সুশাসন ও জনগনের সরকার আজ পারেনা কেন? আজ হয়না এসব শুধু রাজনৈতিক ব্যক্তির কাজ নয় আপামর জনগণের দায়িত্ব জাগাতে হবে নিজের মনস্তত্ত্বকে হাতে হাত রেখে প্রতিবাদ করতে হবে তাবেই হবে আধুনিক বাংলাদেশ মর্যাদার সোনার বাংলা।
    Total Reply(0) Reply
  • Remo Mimo ১২ মার্চ, ২০১৯, ২:৪৩ এএম says : 0
    চেতনা কি জিনিস বুঝ
    Total Reply(0) Reply
  • Md Mohit Hossain ১২ মার্চ, ২০১৯, ২:৪৩ এএম says : 0
    হা হা এখন কোন খান আছে চিন্তা কর
    Total Reply(0) Reply
  • MD Hasibur Rahman ১২ মার্চ, ২০১৯, ২:৪৩ এএম says : 0
    যাক!!অবশেষে একজন বামনেতার মুখে একটা পাকিস্তান আমলের সত্য কথা শুনলাম! আজ হয়তো আপনি বুঝতে পেরেছেন... দেশ স্বাধীন করে ভোট ডাকাতির অধীকার ছাড়া আর কিছুই পাননি!!! আপনাকে ধন্যবাদ,কারন ভারতকে চিনতে পারার জন্য।
    Total Reply(0) Reply
  • Masud Rana Miazi ১২ মার্চ, ২০১৯, ২:৪৪ এএম says : 0
    দাদা অন্যায়ের বিরুদ্ধে বলবেন,রাজাকার খেতাব পাবেন।আজকে মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন, সূর্য উত্তর দিকে উঠেছে।তার দলের নেতারা ও বলবে, সূর্য উত্তর দিকে উঠেছে,,কেউ যদি বলে, না সূর্য পূব দিকে উঠেছে,তখন তাকে রাজাকার উপাদি দেওয়া হবে,,সাথে আছে হামলা মামলা,এটাই বর্তমান বাংলাদেশ।
    Total Reply(0) Reply
  • এমএসআই রোকন ১২ মার্চ, ২০১৯, ২:৪৪ এএম says : 0
    আওয়ামীলিগ যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন দেশে কোনো নির্বাচন দেওয়ার দরকার নাই! শুধু শুধু দেশের অর্থ সম্পদ নষ্ট এবং মানুষকে হয়রানি করার কোননো প্রয়োজন মনে করিনা।
    Total Reply(0) Reply
  • Al-amin Shah ১২ মার্চ, ২০১৯, ২:৪৫ এএম says : 0
    ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এই ঘটনা গোটা জাতির জন্য বড় লজ্জার। পাকিস্তান আমলে আইয়ুব খান গোটা দেশ নিয়ন্ত্রণ করতে পারলেও ঢাকা বিশ্ববিদ্যালয়কে পারেনি...
    Total Reply(1) Reply
    • Mir Kasham ১২ মার্চ, ২০১৯, ৭:০০ এএম says : 4
      Thank you Al-Amin Shah, former VP Mr. Islam
  • Nannu chowhan ১২ মার্চ, ২০১৯, ৮:৫০ এএম says : 0
    Shadhinotar foshol aowami bakshalider ghore ghore ar desher apamor jono shadharon ottachar nipironer kobole him shim khachse....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকসু

৩ নভেম্বর, ২০২১
১৪ মার্চ, ২০২০
২৯ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ