Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনার আইসক্রিম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

সোনালি রাংতায় মোড়া সন্দেশ খেয়েছেন অনেকেই কিন্তু একেবারে ২৪ ক্যারেট সোনা দেওয়া আইসক্রিম খেয়েছেন কী? বিশ্বাস না হলেও এটাই সত্যি। বিশ্বের একাধিক দেশে এই আইসক্রিমের জনপ্রিয়তা তুঙ্গে। এবার ভারতেও মিলছে সেই সোনার আইসক্রিম। এবং সেটা কেনার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে। অভিনেত্রী শিল্পা শেঠি তার ইনস্টাগ্রামে সেই আইসক্রিমের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘এটার স্বাদ নিতে হলে আর হংকং পাড়ি দিতে হবে না ভারতেই পাওয়া যাচ্ছে।’

হুবার অ্যান্ড হোলি নামে এই সোনার আইসক্রিম প্রস্তুতকারক সংস্থাটি ইতিমধ্যেই ভারতের তিনটি শহরে আউটলেট খুলে ফেলেছে। হায়দরাবাদ, মুম্বই এবং আহমেদাবাদ। ২৪ ক্যারেট সোনার পাশাপাশি আইসক্রিমে রয়েছে ব্রাউনি, ক্যারামেলাইজড আমন্ড, ক্রাশড কোকো হ্যাজলনাট বলস সহ ১৭ রকমের উপকরণ। একটি রেগুলার কোনে তিন স্কুপ ডার্ক বেলজিয়াম চকোলেট আইসস্কিমের উপর ২৪ ক্যারেট সোনার ফয়েল দেওয়া হচ্ছে। আর উপরি পাওনা আনুষঙ্গীক ওই ১৭ রকমের সামগ্রি। এতেই বোঝা যাচ্ছে বহুমূল্য এই আইসক্রিমের স্বাদ কী হতে পারে। যারাই খেয়েছেন মোহিত হয়ে গিয়েছেন। তার জন্য পকেট থেকে দিতে হচ্ছে কড়কড়ে হাজার টাকা। স্বাদের কাছে যার মূল্য নিতান্তই নগন্য বলা চলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ