Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাতনীর বিয়েতে নাচলেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

যেন স্বর্ণযুগে ফিরে গেলেন অভিনেত্রী। পা মেলালেন নাচের ছন্দে। নাতনির বিয়ে বলে কথা! সায়রা বানু এবং দিলীপ কুমারের নাতনি শায়েষা সায়গলের সঙ্গীত অনুষ্ঠানে নাচলেন সায়রা। সায়রার ভাইয়ের নাতনি শায়েষা সায়গল নিজেও বলিউড ও দক্ষিণ ভারতীয় ছবির নায়িকা। তার সঙ্গীত সেরেমনিতেই নাচলেন সায়রা। ছিলেন বলি অভিনেত্রী অঞ্জু মহেন্দ্র।

শুক্রবার রাতের সঙ্গীত অনুষ্ঠানের ছবি রোববার পোস্ট করেছেন গায়ক প্রীতি ভাল্লা। তারই একটিতে দেখা যাচ্ছে শাহিন বানু (শায়েষার মা) এবং অভিনেত্রী অঞ্জু মহেন্দ্রর সঙ্গে নাচছেন সায়রা বানু।
শ্রীদেবীর মেয়ে খুশিকেও দেখা গিয়েছে ছবিতে। শনিবার শায়েষা এবং দক্ষিণী ভারতীয় অভিনেতা আর্যর প্রাক-বিবাহ অনুষ্ঠানে আল্লু অর্জুন, সুরিয়া এবং জ্যোতিকা-সহ আরও অনেক দক্ষিণী অভিনেতারা উপস্থিত ছিলেন।
দক্ষিণ ভারতীয় ছবির জগতে শায়েষা বেশ বড় নাম। ‘বনমগন’, ‘কাদাইকুট্টি সিঙ্গম’ তার বিখ্যাত ছবি। ২০১৮ সালে ‘গজনীকান্ত’ ছবির সেটে আলাপ হয় শায়েষা-আর্যর। তখনই প্রেমের সূত্রপাত। আর্য ওরফে জামশাদ ছেত্রীকাথ অসংখ্য মালয়ালম ও তামিল ছবির কারণে পরিচিত নাম। অনুষ্ঠানে এসেছিলেন সঞ্জয় দত্ত, অঞ্জু মহেন্দ্র-সহ আরও অনেকে, তারাও যোগ দিয়েছিলেন নাচের অনুষ্ঠানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ