Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী কারাগারে

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) জামায়াত নেতা সাইফুল্লাহ আল হোসাইনসহ বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নিদের্শ দিয়েছে আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ মনির হোসাইন পাঠোয়ারী বিস্ফোরক আইনে দায়েরকৃত একটি মামলায় জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নিদের্শ দেন।
কারাগারে পাঠানো অন্যরা হলেন- ইমরুল ইসলাম বকুল, কামরুল ইসলাম ওরফে আলতা, আবদুস সালাম, আশরাফ আলী, জিয়াউল ইসলাম ওরফে তুলা। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম জানান- সরকার বিরোধী বিগত আন্দোলনের সময় ফেঞ্চুগঞ্জে নাশকতার ঘটনায় সাইফুল্লাহ আল হোসাইনসহ বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। বিস্ফোরক ও অস্ত্র আইনে দায়েরকৃত মামলা দুইটিতে মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করেন সাইফুল্লাহসহ নেতাকর্মী।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মনির হোসাইন পাঠোয়ারী অস্ত্র আইনে তাদের জামিন মঞ্জুর করেন এবং বিস্ফোরক আইনে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেটে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী কারাগারে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ