মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের ক্ষমতাসীন বিজেপির নির্বাচনী প্রচারণায় শোভা পাচ্ছে অভিনন্দন বর্তমানের ছবি। পাকিস্তানের হাতে বন্দি থাকা ভারতীয় পাইলটের ছবি দিয়ে নির্বাচনী পোস্টার ও বিলবোর্ড লাগানো হয়েছে দেশটির বিভিন্ন জেলায়।
অভিনন্দনের ছবি নির্বাচনী প্রচারণায় ব্যবহারের বিরোধিতা করেছেন দেশটির সুশীল সমাজ। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে চলছে তুমুল সমালোচনা।
ভারতীয় সাংবাদিক রামা লক্ষী ছবিগুলো তার টুইটারে শেয়ার করে লেখেন, নির্বাচনী প্রচারণায় অভিনন্দনের ছবি ব্যবহারের জন্য বিজেপি কি তার অনুমতি নিয়েছে? এটা কি দিল্লি না ভারতের অন্য কোনো মফস্বল শহর?
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, রাজধানী দিল্লির কয়েকটি সড়কে পাইলট অভিনন্দনের ছবি দিয়ে আগামী নির্বাচনের বিলবোর্ড দেখা যায়। বিষয়টি আমলে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছে। নির্বাচনী প্রচারণায় সশস্ত্র বাহিনীর কোনো সদস্যের ছবি যেন রাজনৈতিক দলগুলো ব্যবহার না করে, বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছে তারা। নির্বাচন কমিশনও রাজনৈতিক দলগুলোকে এভাবে প্রচারণা না চালানোর অনুরোধ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।