প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মিশন এক্সট্রিম চলচ্চিত্রের অন্যতম একটি প্রধান চরিত্রের জন্য মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ র জান্নাতুল ফেরদৌস ঐশীকে চুক্তিবদ্ধ করানো হয়েছে। তিনি এই চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক হতে যাচ্ছেন। ঢাকাই চলচ্চিত্রের দর্শক নন্দিত নায়ক আরিফিন শুভ’র বিপরীতে ঐশীকে অভিনয় করতে দেখা যাবে চলচ্চিত্রটিতে। ইতোমধ্যেই ‘ঢাকা অ্যাটাক’র আরিফিন শুভ সহ তাসকিন রহমানও চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা যায়।
‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রটি মূলত একটি পুলিশ অ্যাকশন থ্রিলার যা সম্পূণ রূপে দেশীয় পটভূমির উপর ভিত্তি করে নির্মিত হবে। এ চলচ্চিত্রের মাধ্যমে দর্শক দ্বিতীয় বারের মত একটি মৌলিক এবং রোমাঞ্চকর থ্রিলার গল্প উপভোগ করবেন। ২০১৭ সালে ঢাকাই চলচ্চিত্রে একই ধাঁচের প্রথম চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছিল। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে চলচ্চিত্রটি ব্যাপকভাবে দর্শক নন্দিত হয়।
দু’টি চলচ্চিত্রের কাহিনী লিখেছেন সানী সানোয়ার। তিনি দীর্ঘদিন যাবত পুলিশের গোয়েন্দা বিভাগ এবং কাউন্টার টেরোরিজম ইউনিটে কর্মরত আছেন। স্পেশাল পুলিশ ফোর্সের একজন অভিজ্ঞ সদস্য হিসেবে পেশাগত জীবনেও তার বেশ সুনাম রয়েছে। ঐশীকে এই চলচ্চিত্রে কাস্ট করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে সানী সানোয়ার বলেন, ‘চলচ্চিত্রটির গল্পের একটি অংশের সাথে অপর একটি অংশের গল্পকে সমান্তরালভাবে বহন করে নিয়ে যাওয়ার জন্য ঐশীর মত একজন নতুন অভিনেত্রী প্রয়োজন ছিল। সেই বিচারে ঐশীকে কাস্ট করা হয়েছে। আমার বিশ্বাস সে তার সর্বোচ্চ মেধা ও মননের মাধ্যমে দর্শক হৃদয় জয় করে নেবে।’
চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন ফয়সাল আহমেদ এবং সানী সানোয়ার। ফয়সাল আহমেদ ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের জ্যেষ্ঠ সহকারী পরিচালক হিসেবে অসামান্য অবদান রেখেছেন। মেধা, শ্রম এবং পেশাদারিত্বের মাধ্যমে তিনি ‘মিশন এক্সট্রিম’-এর সহনির্মাতা হিসেবে আস্থার জায়গা দখল করবেন বলে বিশ্বাস রাখেন চলচ্চিত্রটি সংশ্লিষ্ট অনেকে। ফয়সাল আহমেদ বলেন, ‘আমার বিশ্বাস ঐশীর আগমনের মাধ্যমে ঢালিউড একজন কর্মঠ এবং পেশাদার নায়িকা পেতে যাচ্ছে।’
জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, ‘ভালো একটি চলচ্চিত্র দিয়ে আমি চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলাম। ‘মিশন এক্সট্রিম’র মধ্য দিয়ে আমার সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কপ ক্রিয়েশন, সানী সানোয়ার ভাই ও ফয়সাল আহমেদ ভাইকে অনেক ধন্যবাদ আমাকে চলচ্চিত্রটিতে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। ’
জানা যয়, চলতি (মার্চ ২০১৯) মাসের তৃতীয় সপ্তাহ থেকে ’মিশন এক্সট্রিম’-এর শুটিং শুরু হতে যাচ্ছে। চলবে আগামী মাস (এপ্রিল ২০১৯) পর্যন্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।