নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছিলো রিয়াল মাদ্রিদ। একদিকে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে তিন দিনের ব্যবধানে জোড়া হারের ক্ষত তো ছিলোই, সেই ক্ষতে লঙ্কার গুড়ো ছিটিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে রেকর্ড শিরোপাধারীদের বিদায়ই করে দেয় আয়াক্স। সেটিও সান্তিয়াগো বার্নাব্যু’তে। টানা সেই হারের বৃত্ত থেকে অবশেষে বেরিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
রোববার রাতে লা লিগায় প্রতিপক্ষের মাঠে রিয়াল ভেলাদোলিদকে ৪-১ গোলে হারি জয়খরা কাটিয়েছে স্পেনের সফলতম দলটি। জোড়া গেল করেছেন করিম বেনজেমা, লুকা মড্রিচকে দিয়ে করান আরেকটি, অপর গোলটি রাফায়েল ভারানের। ভেলাদোলিদের হয়ে একটি গোল শোধ দেন মোহামেদ তুহামি।
একের পর এক পরাজয়ে বিপর্যস্ত রিয়ালের উপর শুরুতে প্রচণ্ড চাপ বাড়ায় স্বাগতিকরা। দ্বাদশ মিনিটে ডি-বক্সে স্প্যানিশ ফরোয়ার্ড সের্হিও গুয়ার্দিওলাকে ডিফেন্ডার আলভারো ওদ্রিওসোলা ফাউল করলে পেনাল্টি পায় ভাইয়াদলিদ। স্পট কিকে বল অনেক উপর দিয়ে উড়িয়ে মারেন স্প্যানিশ মিডফিল্ডার রুবেন আলকারাস।
তিন মিনিট পর গুয়ার্দিওলা জালে বল পাঠিয়েছিলেন; কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের বাঁশি বাজান রেফারি। দুই মিনিট পর আবারও রিয়ালের জালে বল এবং আবারও ভিএআর ও অফসাইডের বাঁশি!
২৯তম মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় লিগ ও কাপ মিলিয়ে আগের ১৩ ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া দলটি। সাইডলাইন থেকে সতীর্থের দূরের পোস্টে বাড়ানো ক্রসে দারুণভাবে গোলমুখে বল বাড়ান গুয়ার্দিওলা। অনায়াসে বাঁ পায়ের প্লেসিং শটে গোলটি করেন মিডফিল্ডার মোহামেদ তুহামি।
প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে ৩৪তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। জর্দি মাসিপ বল ফিস্ট করে ফেরাতে গিয়ে ব্যর্থ হলে গোলমুখে পেয়ে যান রাফায়েল ভারানে। টোকা দিয়ে বল জালে ঠেলে দেন ফরাসি এই ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধের প্রথম তিন মিনিটে আবারও এগিয়ে যাওয়ার দারুণ দুটি সুযোগ পেয়েছিল ভেলাদোলিদ। প্রথমবার আন্তোনিওর ক্রসে গোলমুখে মাথা ছোঁয়াতে পারেননি তুহামি। দ্বিতীয়বার লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি।
৫১তম মিনিটে বেনজেমার সফল স্পট কিকে এগিয়ে যায় রিয়াল। ওদ্রিওসোলা ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা। আর ৫৯তম মিনিটে টনি ক্রুসের কর্নারে হেডে ব্যবধান বাড়ান ফরাসি ফরোয়ার্ড।
চলতি লিগে এই নিয়ে ১৩ গোল করলেন বেনজেমা।
৭৭তম মিনিটে আবারও ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় তালিকার নীচের সারির দলটি। গুয়ার্দিওলার ভলি গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টে বাধা পায়। তিন মিনিট পর প্রতিপক্ষকে ফ্রি-কিক নিতে বাধা দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কাসেমিরো।
প্রতিপক্ষে এক জন কম থাকার সুযোগ কাজে লাগাতে পারেনি ভেলাদোলিদ। উল্টো ৮৫তম মিনিটে বেনজেমার পাস পেয়ে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে কোনাকুনি শটে জয় নিশ্চিত করেন মদ্রিচ।
২৭ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫১।
শনিবার রায়ো ভাইয়েকানোকে ৩-১ গোলে হারানো বার্সেলোনা ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
রাতের অন্য ম্যাচে লেগানেসকে ১-০ গোলে হারানো অ্যাটলেটিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
এক নজরে ফল
ভেলাদোলিদ ১ : ৪ রিয়াল মাদ্রিদ
ভাইয়েকানো ১ : ৩ বার্সেলোনা
লেগানেস ০ : ১ অ্যাটলেটিকো মাদ্রিদ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।