নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
রোহিতের জবাব দিলেন খাজা, ধাওয়ানের সেঞ্চুরির জবাবে পিটার হ্যান্ডসকম্বের দুর্দান্ত শতক। শেষদিকে ভারতীয় বোলারদের উপর দিয়ে বয়ে যায় অ্যাস্টন টার্নার টর্নেডো। রানের পাহাড় গড়েও তাই শেষরক্ষা হলো না ভারতের। রেকর্ড লক্ষ্য তাড়া করে সিরিজে সমতা আনলো অস্ট্রেলিয়া।
রোববার মোহলির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্র স্টেডিয়ামে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে ভারতের করা ৩৫৮ রানের জবাবে ১৩ বল হাতে রেখে লক্ষ্যে পেঁছে যায় অজিরা। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ২-২ সমতা।
অস্ট্রেলিয়ার আগের সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জয় ছিল ইংল্যান্ডের বিপক্ষে, ২০১১ সালে সিডনিতে তারা জিতেছিল ৩৩৩ রান তাড়া করে। ভারতের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল যৌথভাবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের। ২০০৭ সালে মোহালিতে ৩২১ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান। ১০ বছর পর দ্য ওভালে সেই রান তাড়া করে জেতে শ্রীলঙ্কা।
বুমরাহ-ভুবনেশ্বর-কুলদিপ-চাহালদের বল এদিন লাইন লেন্থ খুঁজে পায়নি। উইকেটের পিছনে স্টাম্পিং মিস করেছেন ঋষব পন্ত। প্রয়োজনীয় সময় ফিল্ডারদের হাত গলে বেরিয়েছে ক্যাচ। সাড়ে তিনশ’র বেশি পুঁজি নিয়েও তাই প্রথমবারের মত হারতে হলো ভারতকে।
রোহিত-ধাওয়ানে ১৯৩ রানের উদ্বোধনীর জুটির জবাব সফরকারীরা দেয় তৃতীয় উইকেটে খাজা-হ্যান্ডসকম্বের ১৯২ রানের জুটিতে। বিশাল লক্ষ্যে মাত্র ১২ রানে ফিঞ্চ ও মার্শকে হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। কিন্তু খাজা-হ্যান্ডসকম্বের ব্যাটে ধীরে ধীরে উঠে দাঁড়ায় তারা। আগের ম্যাচে প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া খাজা এবার ৯ রানের জন্য তিন অঙ্কের দেখা পাননি। তার ৯৯ বলে ৯১ রানের ইনিংসে ছিল ৭টি চারের মার। ম্যাক্সওয়েল এসে বেশিক্ষণ দাঁড়াতে না পালেও বল নষ্ট করেননি। দলীয় ৪২তম ওভারে ২৭১ রানে বিদায় নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা হ্যান্ডসকম্ব। তার ১০৫ বলে সাজানো ১১৭ রানের ইনিংসে ছিল ৮টি চার ও ৩ ছক্কার মার।
বাকি কাজ এক হাতে সারেন টার্নার। ষষ্ঠ উইকেট জুটিতে ৮৬ রান করে ভারতের স্বপ্নের সলীল সমাধী ঘটান তিনিই। ক্যারিয়োরের দ্বিতীয় ম্যাচেই ৪৩ বলে ৫ চার ও ৬ ছক্কায় অপরাজিত ৮৪ রান করে জাত চেনালেন ২৬ বছর বয়সী মিডিলঅর্ডার।
ভারতের হয়ে ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন রোহিত। রানখরা থেকে বেরিয়ে ক্যারিয়ারের ১৬তম শতক তুলে নেন ধাওয়ান। তার ১১৫ বলে ১৪৩ রানের ইনিংসে ছিল ১৮টি চার ও ৩টি ছক্কার মার। তবে শেষদিকে টার্নারের মত কেউ ভারতীয় ইনিংসে ঝড় তুলতে পারেননি। এসময় দারুণভাবে ঘুঁরে দাড়ায় সফরকারী বোলাররা। ৭০ রানে ৫ উইকেট নেন প্যাট কামিন্স। ৩৮০ রানের আভাস দেওয়া ভারত করতে পারে ৩৫৮।
সিরিজ নির্ধরণী ম্যাচ হবে বুধবার দিল্লিতে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ৩৫৮/৯ (রোহিত ৯৫, ধাওয়ান ১৪৩, রাহুল ২৬, কোহলি ৭, পান্ত ৩৬, কেদার ১০, শঙ্কর ২৬, ভুবনেশ্বর ১, কুলদীপ ১*, চেহেল ০, বুমরাহ ৬*; কামিন্স ৫/৭০, বেহরেনডর্ফ ০/৬১, রিচার্ডসন ৩/৮৫, ম্যাক্সওয়েল ০/৬১, জ্যাম্পা ১/৫৭, ফিঞ্চ ০/২২)
অস্ট্রেলিয়া: ৪৭.৫ ওভারে ৩৫৯/৬ (ফিঞ্চ ০, খাওয়াজা ৯১, মার্শ ৬, হ্যান্ডসকম ১১৭, ম্যাক্সওয়েল ২৩, টার্নার ৮৪*, কেয়ারি ২১, রিচার্ডসন ০*; ভুবনেশ্বর ১/৬৭, বুমরাহ ৩/৬৩, শঙ্কর ০/২৯, কুলদীপ ১/৬৪, কেদার ০/৪৪, চেহেল ১/৮০)
ফল: অস্ট্রেলিয়া ৪ রানে জয়ী
ম্যাচসেরা : অ্যস্টন টার্নার
সিরিজ : ৫ ম্যাচ সিরিজে ২-২ সমতা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।