Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুতের ফাঁদে প্রাণ গেলো যুবকের

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

রংপুর জেলা সংবাদদাতা : রংপুরে সুপারির বাগানে পেতে রাখা বিদ্যুতের ফাঁদে প্রাণ গেলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেল ৪ টার দিকে নগরীর মাহিগঞ্জ জোড় ইন্দরা গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জোড় ইন্দরা গ্রামের জ্যোতিষ বমর্ণ তার বাগানের সুপারি চুরি রোধে বাগানের ভিতর বিদ্যুতের খোলা তার দিয়ে ফাঁদ পেতে রাখে। যাতে কেউ চুরি করতে গেলেই বৈদ্যুতিক শক পায়। সোমবার বিকেলে একই এলাকার আল আমিন মিয়ার পুত্র দিন মুজুর সোহেল রানা (১৮) সুপারি বাগানের ভিতর দিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে সোহেল রানা খোলা তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যপারে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুতের ফাঁদে প্রাণ গেলো যুবকের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ