Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের আল্টিমেটাম

দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর

মাদারীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

দৈনিক ইনকিলাবে গত শুক্রবার সংবাদ প্রকাশের পর মাদারীপুর শহরের ট্রলারঘাট থেকে কাটপট্রি পর্যন্ত ২একর ৮০ শতাংশ খালের উপর ৪০ বছরের বেশি সময় ধরে অবৈধভাবে নির্মিত স্থাপনা ও দোকানপাট সরিয়ে নিতে মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আল্টিমিটাম দিয়েছে। গতকাল (শনিবার) মাদারীপুর জেলা প্রশাসকের নির্দেশে মাইকিং করে অবৈধভাবে নির্মিত স্থাপনা ও দোকানপাট সরিয়ে নিতে আগামী ১৯ মার্চ পর্যন্ত ১০ দিনের সময় দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোন অবৈধ স্থাপনা বা দোকান পাট অবকাঠামো নিজস্ব উদ্যোগে সরানো না হলে জেলা প্রশাসন অবৈধ স্থাপনা অপসারনসহ আইনানুগ ব্যবস্থা নিবে বলে জেলা প্রশাসক মো.ওয়াহিদুল ইসলাম জানান। উল্লেখ্য, গত শুক্রবার “মাদারীপুরে খালের উপর অবৈধ স্থাপনা ” একটি সংবাদ দৈনিক ইনকিলাবের ৯ এর পাতায় একটি স্বচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার মাইকিং করে অবৈধ স্থাপনা বা দোকান পাট অবকাঠামো সরানোর ঘোষণা দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রশাসনের আল্টিমেটাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ