Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিক্ষোভের প্রস্তুতি ভেনেজুয়েলানদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

সরকারপন্থি ও বিরোধীদের পূর্বনির্ধারিত বিক্ষোভের আগে ভেনেজুয়েলার বেশিরভাগ এলাকা এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। শুক্রবার রাজধানী কারাকাস ও বেশকিছু এলাকার বিদ্যুৎ সংযোগ চালু হলেও এক-তৃতীয়াংশ এলাকা এখনো অন্ধকারে। গুরি পানিবিদ্যুৎ কেন্দ্রে ত্রুটির কারণে বৃহস্পতিবার দেশটির ২৩টি প্রদেশের ১৫টিই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এ কেন্দ্র থেকেই ভেনেজুয়েলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ হয় বলে জানিয়েছে বিবিসি। কয়েক দশকের মধ্যে লাতিনের দেশটিতে দেখা দেওয়া সবচেয়ে দীর্ঘস্থায়ী এ বিদ্যুৎ বিভ্রাটের জন্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধীদের দায় দিয়েছেন। তাদের ‘সৃষ্ট নাশকতাতেই’ গুরি পানিবিদ্যুৎ কেন্দ্রটির সরবরাহে বিঘ্ন ঘটেছে বলেও অভিযোগ তার। নাশকতার পেছনে ‘সাম্রাজ্যবাদের হাত আছে’ বলে মন্তব্য করেছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রডরিগুয়েজ। সাইবার হামলার কারণে গুরি পানিবিদ্যুৎ কেন্দ্রটি অকার্যকর হয়ে পড়েছে বলে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। অন্যদিকে বিরোধীদলীয় নেতা গুইদো বলছেন, ভেনেজুয়েলাকে অন্ধকারের হাত থেকে মুক্ত করতে ‘অন্যায়ভাবে ক্ষমতা দখল করে রাখা, দুর্নীতিগ্রস্ত’ মাদুরো প্রশাসনের পতন ঘটাতে হবে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ