Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পুতিনের সমালোচনা করলেই জেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

নাগরিকদের বাকস্বাধীনতা ও অবাধ মতামত প্রকাশের ওপর আরও কঠোর হল রাশিয়া। সরকারের শাসন কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতেই বৃহস্পতিবার এ আইন পাস করেছে দেশটির নিম্নকক্ষ ডুমা। আসছে সপ্তাহেই উচ্চকক্ষ উতরে গেলেই এ আইনে স্বাক্ষর করবেন পুতিন। নতুন আইনে বলা হয়েছে- ‘দেশ, সমাজ, সরকার এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরদ্ধে কোনো বিতর্ক সৃষ্টি করা যাবে না, সমালোচনাও না। সরকারি কোনো কর্মচারী-কর্মকর্তাকে অসম্মান করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের বিরুদ্ধে কোনো পোস্ট বা মন্তব্য করা যাবে না। সরকারের এ আইন না মানলে তার বিরুদ্ধে জরিমানারও বিধান রাখা হয়েছে। এমনকি ১৫ দিনের পোনি পর্যন্ত হতে পারে। নতুন আইন অনুযায়ী, অনলাইন ইউজারদের ১ লাখ রুবেলস (১,১৫৫ পাউন্ড) পর্যন্ত জরিমানা হতে পারে। দ্বিতীয়বার একই অপরাধ করলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হবে। আরটি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ