মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-এর কটাক্ষ করায় এক ব্যক্তির ১০ বছরের কারাদন্ড হয়েছে। এমন ঘটনা ঘটেছে মালয়েশিয়ায়। দেশটির পুলিশ শনিবার এই তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে মুসলিম অধ্যুষিত দেশটিতে ইসলামকে কটাক্ষ করার দায়ে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ শাস্তি। দেশটির পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ফুজি হারুন এক বিবৃতিতে জানায়, অভিযুক্ত ওই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করেছেন। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া ইসলামকে কটাক্ষ করায় অভিযুক্ত আরো এক ব্যক্তির শুনানি সোমবার অনুষ্ঠিত হবে জানানো হয়েছে। মোহাম্মদ ফুজি আরো বলেন, জাতিগত বিদ্বেষ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন আপত্তিকর বক্তব্য যাতে কেউ না ছড়ায় তার পরামর্শ দিয়েছে পুলিশ। মালয়েশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা মুজাহিদ ইউসুফ রাওয়া বলেন, ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কটূক্তি করছে কিনা তা তদারকি করতে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি দল গঠন করা হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।