মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের ডি-ফ্যাক্টো যোগাযোগ বিষয়ক পরিচালক বিল শাইন তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স এক বিবৃতির মাধ্যমে তার পদত্যাগের খবরটি নিশ্চিত করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে ট্রাম্পের যোগাযোগ বিষয়ক পরিচালন বিল শাইনের পদত্যাগের খবরটি দিয়েছে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণা দলে যোগ দিতে তিনি পদত্যাগ করলেন বলে তাদের প্রতিবেদনে জানানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাবেক নির্বাহী বিল শাইন ২০১৮ সালের জুলাইয়ে হোয়াইট হাউসে যোগ দেন। ট্রাম্পের আমলে হোয়াইট হাউসের এই পদটিতে বিল শাইনের আগে আরও ছয়জন দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণা যন্ত্র হিসেবে অভিহিত করা হয়। বিল শাইন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন গত বৃহস্পতিবার। তবে তার পদত্যাগ কার্যকর হয় শুক্রবার। তিনি ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচেন ট্রাম্পের প্রচারণা দলের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করবেন। পদত্যাগের পর বিল শাইন এক বিবৃতির মাধ্যমে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করা আমার গোটা জীবনের সবেচেয়ে উল্লেখযোগ্য অভিজ্ঞতা। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।