Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রতিশ্রুতি পূরণে বিশ্বভ্রমণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

পেছনে স্ত্রী। মোটরসাইকেলে চালকের আসনে স্বামী। দ্রুত গতিতে চলছে চাকা। এভাবেই নাকি মোট ১৩ দেশে দাগ কাটবে তাদের মোটরসাইকেলের চাকা! তাদের বার্তা একটাই- বাঘ বাঁচালে বাঁচবে পরিবেশ। তাই বাঘের জন্য দুই মানুষের ‘জার্নি ফর টাইগার’। এজন্য বিশ্বভ্রমণে চলেছেন কলকাতার সল্টলেকের দম্পতি রথীন্দ্রনাথ ও গীতাঞ্জলি দাস। জানা গেছে, একটি অটোমোবাইল সংস্থা দিয়েছে উন্নত ওই মোটরসাইকেল। ১৫ ফেব্রুয়ারি কলকাতা থেকে শুরু হয়েছে পথচলা। প্রতিদিন বারো থেকে চোদ্দ ঘণ্টা বাইক চালাবেন রথীন্দ্রনাথ। (ম্যাপ) দক্ষিণ ভারত ঘুরে শিলিগুড়ি গিয়েছেন তিনি। সেখান থেকে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ ঘুরে অসম ছুঁয়ে মিয়ানমার থেকে থাইল্যান্ড। এরপর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, চীন, রাশিয়া, নেপাল, ভুটান হয়ে দেশে ফিরবেন এই দম্পতি। চিড়িয়াখানা ছাড়া বাঘ দেখেননি গীতাঞ্জলি। বিয়ের আগে বাইকেও চড়েননি কোনোদিন। ফেসবুকে রথীন্দ্রনাথের সঙ্গে প্রেম তার। ২০১৭ সালে বিয়ের আগে শর্ত ছিলো, মোটরসাইকে করে বিশ্বভ্রমণ করতে হবে। রথীন্দ্রনাথের শর্তে ঘাড় হেলিয়েছিলেন। তারপর পথের সাথীকে নিয়ে জার্নি শুরু। দেড় বছরে তেরোটি দেশের রাস্তায় তরতরিয়ে গড়াবে জার্নি ফর টাইগারের গতি। যে গতির প্রতি চড়াই উতরাইয়ে বেঁচে থাকার... বাঁচিয়ে রাখার গল্প লেখা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ