রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ শামছুল হক ভূঁইয়ার মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের আদেশকে চ্যালেঞ্জ করে রীট পিটিশন নং-৫৮৫০/২০১৬ দায়ের করলে পর পর তিনদিন শুনানিয়ান্তে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক-আল-জলিল সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গত সোমবার এক আদেশ বলে মোঃ শামছুল হক ভূইয়া নমিনেশন বৈধ বলে ঘোষণা করেন। যার ফলে ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপি মনোনীত প্রার্থীর কোন বাধা রইল না। রীট পিটিশন শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মার-ই-য়াম তৈমূর খন্দকার। রাষ্ট্র পক্ষে ছিলেন, ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান এবং তাকে সহায়তা করেন উক্ত ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী লাখ মিয়া নিযুক্ত আইনজীবীগণ। আগামী ২৮ মে আ.লীগের লাক মিয়া এবং বিএনপির প্রার্থী শামছুল হকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর আগে নির্বাচন কমিশন আ.লীগ প্রার্থী লাক মিয়াকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।