বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলার উদ্যোগে শনিবার দুপুরে বগুড়া শহরে মিছিল শেষে সাতমাথায় সমাবেশ এক অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলার আহ্বায়ক দিলরুবা নূরী। বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সদস্য সাজেদা খাতুন, রেনু বালা, মঞ্জুয়ারা বেগম, রাধা রানী বর্মন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শহিদুল্লাহ আহমেদ, ছাত্র ফ্রন্ট জেলা সাংগঠনিক সম্পাদক মুক্তা আক্তার মীম, অর্থ সম্পাদক নিয়তি সরকার নিতু প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ ধর্ষণ, যৌন নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে এবং রাষ্ট্র, সমাজে মানুষ হিসেবে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন। নেতৃবৃন্দ নারীর সমঅধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত না হলে কোন রাষ্ট্র সমাজ নিজেকে সভ্য বলে দাবি করতে পারে না। ভোট দেবার অপরাধে নারীকে যখন ধর্ষিতা হতে হয় এবং সামাজিক লাঞ্চনা ও গঞ্জনা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিতে হয় তখন এই লজ্জার কোন সীমা থাকে না।
নেতৃবৃন্দ আরও বলেন, রাষ্ট্র ও সমাজে নারীরা এখনও নিরাপদ নয়। সম্পত্তির উপর এখনও নারীদের সমঅধিকার প্রতিষ্ঠিত হয়নি। এখনও নারীরা মজুরি বৈষম্যের শিকার। কর্মক্ষেত্রে এখনও নারীদের উপযুক্ত নিরাপত্তা নেই। শ্রমজীবী নারীরা শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় অধিকার থেকে বঞ্চিত।
নেতৃবৃন্দ এই অবস্থার পরিবর্তন ঘটাতে নারী আন্দোলনের পাশাপাশি পুরুষদের এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।