Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছুটছে জুভেন্টাসের জয়রথ

সেরি আ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ৩:৩৭ এএম | আপডেট : ৩:৪৭ এএম, ৯ মার্চ, ২০১৯


চার দিন পর চ্যাম্পিয়ন্স লিগে বাঁচা-মরার ম্যাচ। নিয়মিত একাদশের অধিকাংশ খেলোয়াড়কে তাই বিশ্রাম দিলেন কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। তাতে অবশ্য জয় আটকালো না জুভেন্টাসের। পয়েন্ট তালিকার ১৫ নম্বর দল উদিনেসকে উড়িয়ে টানা অষ্টম লিগ শিরোপা জয়ের পথে আরো এগিয়ে গেল জুভরা।

শুক্রবার রাতে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় সেরি আ ম্যাচে রোনালদো-মানজুকিচদের অভাব বুঝতেই দেননি তরুণ স্ট্রাইকার মইজে কিন। তার জোড়া গোলে উদিনেসকে ৪-১ গোলে হারায় জুভেন্টাস। লিগে এটি তাদের টানা পঞ্চম ও মোট ২৪তম জয়।

ইউরোপিয়ান লিগের ফিরতি পর্বে মাঠে নামার আগে প্রস্তুতটিা ভালোই হলো তুরিনের বুড়িদের। ম্যাচের ১২তম মিনিটে জালের দেখা পেয়ে যায় স্বাগতিকরা। বাম প্রান্ত থেকে অ্যালেক্স সান্দ্রোর বাড়ানো ক্রসে ক্ষিপ্রগতিতে দৌড়ে এসে প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন কিন। ঘরের মাঠে ১৯ বছর বয়সীর প্রথম গোল এটি। প্রথমার্ধে দলের দ্বিতীয় গোলটিও ছিল তার একক নৈপুন্যে করা। ৩৯তম মিনিটে বল নিয়ে অনেকটা এগিয়ে বাম প্রান্ত থেকে কাছের পোস্ট ঘেঁসে ব্যবধান দ্বিগুণ করেন ১৯ বছর বয়সী এই ইতালিয়ান।

বিরতির পরও আধিপত্য ধরে রাখে জুভরা। ৬৫তম মিনিটে প্রতিপক্ষের ডি বক্সে ফাউলের শিকার হন কিন। স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন জার্মান মিডফিল্ডার এমরে কান। ৬ মিনিট পর রদ্রিগো বেনতানগুরের পাস থেকে স্কোরলাইন ৪-০ করে দের ফরাসি মিডফিল্ডার ব্লেইস মাতুইদি।

৮৪তম মিনিটে ব্যবধান কমান কেভিন লাসানিয়া।

২৭ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। এক ম্যাচ কম খেলা নাপোলি ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে ২৫ পয়েন্ট উদিনেসের।

জুভেন্টাস ৪ : ১ উদিনেস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ