Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অলরাউন্ডার রাশিদে আফগানদের বড় জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ২:১৯ এএম

রশিদ খানের অলরাউন্ডার নৈপুন্যে আয়ারল্যান্ডকে ১০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৫ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে আফগানিস্তান।

দেরা দুনের রাজিব গান্ধি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ওয়ানডেতে টস হেরে ব্যাটে নেমে ৮১ রানে ৬ উইকেট হারায় আফগানিস্তান। কিন্তু অধিনায়ক আফগান আসগর, মোহাম্মাদ নবি ও রশিদ খানের ফিফটিতে ৫ বল বাকি থাকতে গুটিয়ে যাওয়ার আগে ২২৩ রানের লড়াকু সংগ্রহ পায় তারা।

জবাবে আফগানদের মিলিত বোলিং আক্রমনের সামনে ৩৫ ওভার ৩ বলে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় আইরিশরা।

একই মাঠে রোববার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। প্রতিকূল আবহাওয়ার কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়।

 

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৪৯.১ ওভারে ২২৩ (জাজাই ১৪, নুর আলি ৯, রহমত ১৫, আফগান ৫৪, ইকরাম ১, নাইব ১, নাজিবউল্লাহ ১০, নবি ৬৪, রশিদ ৫২, আফতাব ০, মুজিব ১*; মারটাঘ ১/৪৯, ম্যাকব্রায়ান ২/৩৭, ডকরেল ১/৫৫, র‍্যানকিন ২/৫০, জেমস ৩/৩২)

আয়ারল্যান্ড: ৩৫.৩ ওভারে ১১৪ (পোর্টারফিল্ড ২১, স্টার্লিং ১১, বালবার্নি ০, সিমি ২০, ও’ব্রায়েন ২৬, ড্করেল ৮, পয়েন্টার ৪, ম্যাকব্রায়ান ১, জেমস ৭*, মারটাঘ ০, র‍্যানকিন ৯; মুজিব ২/২৫, আফতাব ৪/২৫, নাইব ১/২১, নবি ১/১৮, রশিদ ২/২২)

ফল: আফগানিস্তান ১০৯ রানে জয়ী

ম্যাব অব দা ম্যাচ: রশিদ খান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ