Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাজার প্রথমে ম্লান কোহলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৯, ১১:২৪ পিএম

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেয়ে গেলেন উসমান খাজা। অধিনায়ক অ্যারোন ফিঞ্চও ফিরলেন রানে। দুইশ’ ছুঁই ছুঁই ওপেনিং জুটিতে ভর করে তিনশ’ ছাড়ানো সংগ্রহ গড়লো অস্ট্রেলিয়া। বড় লক্ষ্য তাড়ায় বিরাট কোহলি তুলে নিলেন ক্যারিয়ারের ৪১তম সেঞ্চুরি। কিন্তু দলপতি আউট হওয়ার সঙ্গে পথ হারালো ভারত। স্বাগতিকদের হারিয়ে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া।

শুক্রবার রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠিত দিবা-রাত্রির ম্যাচে ভারতকে ৩২ রানে হারায় অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।

টস হারা অজিরা ব্যাটে নেমে পেয়ে যায় ৩১.৫ ওভারে ১৯৩ রানের দুর্দান্ত ওপেনিং জুটি। ৭ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় ফিঞ্চের। তার ৯৯ বলে ৯৩ রানের ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছয়ের মার।

১১৩ বলে ১১টি চার ও ১ ছয়ে ১০৪ রান করে মোহাম্মাদ শামির শিকার হন খাজা। শেষদিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিক বোলাররা। ৮ উইকেট হাতে নিয়েও শেষ ১০ ওভারে অতিথিরা করতে পারে ৬৯ রান। গ্লেন ম্যাক্সওয়েল করেন ৩১ বলে ৪৭। ৫ উইকেটে ৩১৩ রানে আটকে যায় সফরকারীদের ইনিংস। ৬৪ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার কুলদিপ যাদব।

জবাবে ২৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে পথে ফেরান কোহলি। এমএস ধোনিকে নিয়ে ৫৯ রানের জুটিতে প্রাথমিক ধস সামাল দেন কোহলি। ঘরের মাঠে মাত্র ২৬ রান করে ফেরেন ধোনি। পঞ্চম উইকেটে কুলদিপ যাদবের সঙ্গে ৮৮ রানের জুটিতে ৩৬ বলে ৫৬ রান ছিল কোহলির। যাদবও আউট হন ২৬ রানে।

বিজয় শঙ্করের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে বিদায় নেন কোহলি। এরপর আর পথ খুঁজে পায়নি ভারত। ৮৫ বলে তিন অঙ্ক স্পর্শ করা কোহলি জাম্পার বলে বোল্ড হন ৯৫ বলে ১৬টি চার ও ১ ছক্কায় ১২৩ রান করে। ভারতীয় ইনিংসে আর ত্রিশোর্ধো ইনিংস কেবল বিজয় শংকরের (৩২)।

অজিদের হয়ে ৩টি করে উইকেট নেন প্যাট কামিন্স, জাই রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা।

আগামী রোববার চন্ডিগড়ে অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ওয়ানডে।

 

সংক্ষিপ্ত স্কোর:


অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩১৩/৫ (ফিঞ্চ ৯৩, খাজা ১০৪, ম্যাক্সওয়েল ৪৭, মার্শ ৭, স্টয়নিস ৩১*, হ্যান্ডসকম ০, কেয়ারি ২১*; শামি ১/৫২, বুমরাহ ০/৫৩, জাদেজা ০/৬৪, কুলদীপ ৩/৬৪, শঙ্কর ০/৪৪, কেদার ০/৩২)

ভারত: ৪৮.২ ওভারে ২৮১ (ধাওয়ান ১, রোহিত ১৪, কোহলি ১২৩, রায়ডু ২, ধোনি ২৬, কেদার ২৬, শঙ্কর ৩২, জাদেজা ২৪, কুলদীপ ১০, শামি ৮, বুমরাহ ০*; কামিন্স ৩/৩৭, রিচার্ডসন ৩/৩৭, স্টয়নিস ০/৩৯, লায়ন ১/৫৭, জ্যাম্পা ৩/৭০, ম্যাক্সওয়েল ০/৩০)

ফল: অস্ট্রেলিয়া ৩২ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: উসমান খাজা

সিরিজ : ৫ ম্যাচ সিরিজে ভারত ২-১এ এগিয়ে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ