Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুষ্ঠু ভোট নিয়ে ঢাবি সাদা দলের সংশয়

ডাকসু নির্বাচন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামাতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
গতকাল শুক্রবার সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শঙ্কা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার তথা জাতির অনেক প্রত্যাশা। কারণ বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা আজ চরম হুমকির মুখে। ২০১৪ সালে একটি একতরফা জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের যে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয় ২০১৮ সালে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচনে তা পুনরুদ্ধার হবে বলে গোটা জাতি আশাবাদী হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ জাতীয় নির্বাচনে ভোটের নামে যে প্রহসন করা হলো, তাতে জাতি চরমভাবে হতাশ। এমনকি নির্বাচন ব্যবস্থার প্রতিও মানুষের আস্থা বিনষ্ট হয়ে গেছে। সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এর প্রতিফলন আমরা দেখেছি। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থ্যার এমন দুরবস্থার মধ্যেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোটা জাতি প্রত্যাশা করে আসন্ন ডাকসু নির্বাচনে কর্তৃপক্ষ একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত গৌরব ও সুনাম অক্ষুন্ন রাখবে। তবে প্রকৃত পরিস্থিতি বিবেচনায় এ নির্বাচন কতটুকু অবাধ ও নিরপেক্ষ হবে এ নিয়ে সকলের মনেই সংশয় ও উদ্বেগ রয়েছে।
ইতোমধ্যে এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও সংগঠনসমূহের পক্ষ থেকে তাদের ক্ষমতাসীন দলের সমর্থক ছাত্র সংগঠনের পক্ষ থেকে ভয়-ভীতি প্রদর্শন ও সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচারণা চালানোতে বাধা দেয়ার অভিযোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিরপেক্ষতাও প্রশ্নের সম্মুখীন হয়েছে। সাদা দলের পক্ষ থেকে সকল ভয়-ভীতি ও চাপ উপেক্ষা করে শিক্ষার্থীদের তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করা ও গণতন্ত্র পুনরুদ্ধার প্রয়াসে ভূমিকা রাখার জন্যও আহ্বান করা হয়।



 

Show all comments
  • md khokon ৯ মার্চ, ২০১৯, ১২:৩৫ এএম says : 0
    নিরাপক্ষ হওয়ার মতো পরিবেশ দেখিনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকসু

৩ নভেম্বর, ২০২১
১৪ মার্চ, ২০২০
২৯ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ