পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিলেট সিটি কর্পোরেশনের সাথে ব্রিটেনের টাওয়ার হ্যামলেটের হারানো ঐতিহ্য সুদৃঢ় করতে সিসিক ও টাওয়ার হ্যামলেট এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ব্রিটেনে বাংলাদেশী তথা সিলেটী কমিউনিটির অবস্থান এখন অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক শক্ত এবং প্রতিষ্ঠিত। এখানকার বৃটিশ বাংলাদেশী সিলেটীদের এক বৃহৎ অংশ ব্রিটেনের মূলধারার রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, আইন ও বিচার ব্যবস্থা, সংস্কৃতি, সমাজনীতি ও সাংবাদিকতায় ব্যাপক ভ‚মিকা রেখে চলেছেন। সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটিশ মূলধারার রাজনীতিতে বাঙ্গালী সিলেটীদের অভিষিক্ত হওয়াই এর প্রমাণ।
গত বৃহস্পতিবার রাতে নগর ভবনে আয়োজিত সিলেটের কৃতি সন্তান বৃটেনের টাওয়ার হ্যামলেটের স্পিকার আয়াছ মিয়ার সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিটি মেয়র এসব কথা বলেন। এর আগে টাওয়ার হ্যামলেটের স্পিকার আয়াছ মিয়া নগর ভবনে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তারা।
সিসিকের কর কর্মকর্তা চন্দন দাশের পরিচালনায় অনুষ্ঠানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নগরীতে চলমান উনড়বয়ন ও অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, সিলেট নগরীকে প্রবাসী অধ্যুষিত নগরী পূর্ণাঙ্গরূপে প্রতিষ্ঠিত করতে কাজ চলছে। আগামী কয়েক মাসের মধ্যে তার কিছুটা প্রতিফলন হবে উল্লেখ করে সিসিক মেয়র বলেন, এ লক্ষে নগরীতে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। দেশের প্রখ্যাত নগর পরিকল্পনাবিদ প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরীর পরিকল্পনায় এসব প্রকল্প বাস্তবায়ন হলে সিলেট হবে একটি স্মার্ট সিটি। স্মার্ট সিটির অংশীদার হতে সিলেট নগরীর উনড়বয়নে বৃটেনের টাওয়ার হ্যামলেট শিক্ষা-স্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা খাতে তাদের অর্থায়নে আহবান জানান।
সংবর্ধিত অতিথির বক্তব্যে বৃটেনের টাওয়ার হ্যামলেটের স্পিকার আয়াছ মিয়া বলেন, বৃটেন টাওয়ার হ্যামলেটের সাথে সিলেট সিটি কর্পোরেশনের সেতু বন্ধন দীর্ঘদিনের। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে প্রতিনিধিদলের সফর বিনিময়, উনড়বয়ন ও সেবামূলক বিভিনড়ব বিষয়ে চুক্তিসহ সুসম্পর্ক তৈরীতে টাওয়ার হ্যামলেট কাজ করবে। তিনি বলেন, সিসিকের ওয়েস্ট ম্যানেজমেন্ট, ট্রাফিক, স্বাস্থ্যসহ বিভিনড়ব প্রকল্পে টাওয়ার হ্যামলেট অংশীদারিত্ব হিসেবে কাজ করতে আগ্রহী।
অনুষ্ঠানে অনাবাসী বাংলাদেশি গ্রুপের চেয়ারম্যান এসএম শাকিল চৌধুরী, সিসিকের প্যানেল মেয়র-৩ এবিএম জিল্লুর রহমান উজ্জল, কাউন্সিলর রেজওয়ান আহমদ, এস এম শওকত আমীন তৌহিদ, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রকৌশলী আব্দুল আজিজ, মো. রুহুল আলম, লাইসেন্স কর্মকর্তা মো. জাহাঙ্গীরসহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।