Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুটজোড়া তুলে রাখলেন ফেলাইনি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

অনেকটা আকস্মিকভাবেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের মিডফিল্ডার মারুয়ান ফেলাইনি। সেই সাথে শেষ হলো এক যুগের পথচলা। এই সময়ে ৮৭ ম্যাচ খেলে ৩১ বছর বয়সী এই ফুটবলার গোল করেছেন ১৮টি। খেলেছেন দুটি বিশ্বকাপেও। গেল বছরও তিনি বেলজিয়ামের হয়ে রাশিয়া বিশ্বকাপে খেলেছেন এবং তাদের দল তৃতীয় হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডে সাড়ে পাঁচ বছর খেলে গেল মাসে ফেলাইনি চাইনিজ সুপার লিগের ক্লাব শানডং লুনেং এ যোগ দিয়েছেন। চলতি মাসে অভিষেক ম্যাচ গোল করে রাঙিয়েছেন।
গতকাল এক টুইট বার্তায় ফেলাইনি জানিয়েছেন, ‘সর্বোচ্চ পর্যায়ে ১২ বছর বেলজিয়ামের প্রতিনিধিত্ব করে আমি সিদ্ধান্ত নিয়েছি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার। আমি মনে করছি এটাই আমার অবসরের উপযুক্ত সময়। যাতে পরবর্তী প্রজন্ম বেলজিয়ামের ফুটবল ইতিহাসের যে সফলতার ধারা চলছে সেটা অব্যাহত রাখতে পারে। বেলজিয়ামের হয়ে আমার অনেক দারুণ দারুণ স্মৃতি রয়েছে। আমি অত্যন্ত গর্বিত যে বেলজিয়াম এখন ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে।’


স ং ক্ষি প্ত স্কো র
আবাহনী-বিকেএসপি, মিরপুর
আবাহনী : ৫০ ওভারে ২১৬/৯ (জহুরুল ১২১*, মোসাদ্দেক ১৩, সাইফ ৫৫, সুমন ১/৪৯, নাসের ৩/৪৯, মুরাদ ২/৫৪, নওশাদ ১/২৯)। বিকেএসপি : ৪০.৫ ওভারে ১৫৬ (রাতুল ৩৭, শামিম ১৮, কাইয়ুম ৩৮*; সাইফ ১/১২, রুবেল ১/২০, মোসাদ্দেক ১/২৮, আরিফুল ১/১৭, অপু ৩/৩০, সানজামুল ২/৪১, সাব্বির ১/৩)। ফল : আবাহনী ৬০ রানে জয়ী। ম্যাচসেরা : জহুরুল ইসলাম।

শেখ জামাল-উত্তরা, ফতুল্লা
উত্তরা : ৫০ ওভারে ২৪৯/৪ (তানজিদ ৬৪, আনিসুল ৪৭, সজীব ৬১*, মিনহাজ ৩৮; শকিল ১/৪৪, শহিদুল ১/৪৭, তানবীর ২/২২)। শেখ জামাল : ৫০ ওভারে ২৪০/৯ (ফারদিন ৩৯, নাসির ৪৮, সোহান ৬৫, জিয়া ২৭, সানি ২৮; নাহিদ ২/৫০, রশিদ ৩/৪৪, পায়েল ৩/৬৫, রাজা ১/২৪)। ফল : উত্তরা স্পোর্টিং ৯ রানে জয়ী।

ম্যাচসেরা : আব্দুর রশিদ।
রূপগঞ্জ-ব্রাদার্স, বিকেএসপি-২
ব্রাদার্স : ৫০ ওভারে ২২০/৮ (জুনায়েদ ১৫, মাহমুদ ৩৪, হামিদুল ১৬, ইয়াসির ৬৫, শরিফউল্লাহ ৩৫, শরীফ ২৪*, হাবিবুর ২০; শহীদ ১/৩৭, ধাওয়ান ১/৬০, মুক্তার ২/৩৮, আসিফ ১/৪১, নাবিল ২/৪১)। রূপগঞ্জ : ৪৯.৫ ওভারে ২২১/৭ (আজমির ৩৮, নাঈম ২১, শাহরিয়ার ৫৯, আসিফ ৩৮, ধাওয়ান ২২, জাকের ১৭, মুক্তার ১১*, জানি ৩/৬৪, শরীফ ২/৩৫, শরিফউল্লাহ ১/২৭, নাঈম জুনি. ১/৩২)।
ফল : রূপগঞ্জ ৩ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : শাহরিয়ার নাফীস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ