Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপেই ফিরছেন স্মিথ-ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

২২ মার্চ শুরু পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ২৮ মার্চ শেষ ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের নিষেধাজ্ঞা। পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুই ম্যাচে এই দুই ক্রিকেটারকে রাখা হবে কিনা, এই নিয়ে জল্পনা ছিল তুমুল। শেষ পর্যন্ত দুজনের কাউকে রাখা হলো না দলে। সবকিছু ঠিক থাকলে সরাসরি বিশ্বকাপ দিয়েই অস্ট্রেলিয়া দলে ফিরবেন দুজন। বিপিএল থেকে কনুইয়ের চোট নিয়ে ফিরে ওয়ার্নার ও স্মিথ এখন আছেন পুনবার্সন প্রক্রিয়ায়। চোট না থাকলে বিশ্বকাপ দলে তাদের থাকা একরকম নিশ্চিতই। সেজন্যই আলোচনা ছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুজনকে খেলিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত করে তোলা হবে কিনা। সিরিজের শেষ দুই ম্যাচ ২৯ ও ৩১ মার্চ। তবে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স জানালেন, আইপিএল দিয়ে দুজনের ফেরাকেই উপযুক্ত মনে হয়েছে তাদের, ‘স্টিভ ও ডেভিড এখন কনুইয়ের চোট কাটিয়ে ওঠার পথে পুনবার্সনে আছে। আমরা একমত হয়েছি যে ওদের ফেরার সম্ভাব্য সেরা পথ হতে পারে আইপিএল। বিশ্বের সেরা কিছু ক্রিকেটার নিয়ে এই টুর্নামেন্ট বেশ শক্তিশালী।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ