Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আইএসের সর্বশেষ ঘাঁটি ধ্বংস অনেক জিহাদির আত্মসমর্পণ

বিদেশি আইএস সদস্যদের শাস্তি মৃত্যুদন্ড : ইরাক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

ইসলামিক স্টেটের সর্বশেষ ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে কুর্দি যোদ্ধারা। পরাজয় নিশ্চিত জেনে পালানোর চেষ্টা করছে জিহাদিরা। পালানোর সময় কুর্দিদের হাতে আটক হয়েছে শত শত আইএস সদস্য। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) জানিয়েছে, এখন পর্যন্ত তারা প্রায় ৪ শতাধিক জিহাদিকে আটক করেছে। তবে এখনো সেখানে অনেক জঙ্গি রয়েছে যাদেরকে ঘিরে রেখেছে কুর্দি যোদ্ধারা। ওই জঙ্গিরা আত্মসমর্পণও করছে না। তবে ঠিক কত আইএস সদস্য এখনো ঘেরাও রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সেখানে সাংবাদিকরা গিয়ে দেখতে পায় মরুভূমির মধ্যেই জিহাদিদের স্ত্রীদের জড়ো করেছে এসডিএফ সদস্যরা। সাংবাদিকদের দেখে ওই নারী জঙ্গিরা উত্তেজিত হয়ে চিৎকার করতে থাকে। এসময় তারা উচ্চস্বরে বলতে থাকে, ইসলামিক স্টেট টিকে থাকবে, আল্লাহ মহান। প্রায় ৪ বছর আন্তর্জাতিক চেষ্টার পর বাঘৌজে আইএসের সর্বশেষ ঘাঁটি ধ্বংস হয়েছে। মাত্র ১ বর্গকিলোমিটারের মধ্যে এখন বাকি আইএস সদস্যদের ঘিরে ফেলা হয়েছে। গত এক সপ্তাহে অনেক আইএস সদস্য তাদের স্ত্রীদের নিয়ে এসডিএফের কাছে আত্মসমর্পণ করেছে। অপর এক খবরে বলা হয়, ইরাকে আটক ইসলামিক স্টেটের বিদেশি জিহাদিদের মৃত্যুদÐ দেয়া হতে পারে। এমন আভাষই দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারহাম সালিহ। আবুধাবি ভিত্তিক সংবাদ মাধ্যম দি ন্যাশনালকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন। শুক্রবার ওই সাক্ষাতকারে সালিহ বলেন, আইএস জঙ্গিদেরকে ইরাকের আইন অনুযায়ী বিচার করা হবে। ইরাকের সাধারণ মানুষ হত্যার দায়ে তাদেরকে মৃত্যুদÐ দেয়া হবে। তিনি আরো বলেন, ইরাকের আইনে মৃত্যুদন্ড বহাল রয়েছে এবং আমরা এ আইন প্রয়োগ করতে চাই। গত মাসে ইরাকের সেনাবাহিনী জানিয়েছে যে, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স তাদের কাছে প্রায় ২৮০ আইএস জঙ্গিকে হস্তান্তর করেছে। এদের মধ্যে রয়েছে বিদেশি জঙ্গিরাও। এরকম আরো ৫০০ জঙ্গিকে পাঠানোর কথা চলছে। ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি তখন বলেছিলেন, ইরাক বিদেশী জঙ্গিদের তাদের দেশে পাঠানোর চেষ্টা করবে। ব্যর্থ হলে ইরাকি আইনেই তাদের বিচার করা হবে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ