Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাক উল্টে ২৫ শরণার্থীর প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

মেক্সিকোতে একটি কার্গো ট্রাক উল্টে ২৫ জনের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার রাতের ওই দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানান প্রাদেশিক কর্মকর্তারা। দক্ষিণের চিয়াপাস প্রদেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এক বিবৃতিতে একটি পিক-আপ ট্রাকের সঙ্গে কার্গো ট্রাকটির সংঘর্ষ হয়েছিল বলে ধারণা প্রকাশ করা হয়। গুয়াতেমালা সীমান্তের কাছে তুক্সলা-গুতিয়েরেজ মহাসড়কে সন্ধ্যার পর ওই দুর্ঘটনা ঘটে। নম্বর প্লেট বিহীন কার্গো ট্রাকে অবৈধভাবে শরণার্থীদের বহন করা হচ্ছিল বলেও জানান কর্মকর্তারা। তবে হতাহতরা কোন দেশের নাগরিক সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। কর্মকর্তারা জানান, তারা মধ্য যুক্তরাষ্ট্রর দেশ থেকে আসা। মধ্য যুক্তরাষ্ট্রর বিভিন্ন দেশ বিশেষ করে গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদোর থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্র প্রবেশে ইচ্ছুক শরণার্থীরা চিয়াপাস হয়ে সীমান্তে পৌঁছানোর চেষ্টা করে। এই সব শরণার্থীরা কার্গো ট্রাকের ভেতর গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ এ পথ পাড়ি দেয় বলে তারা ‘ক্যারাভান শরণার্থী’ হিসেবে পরিচিত। যান্ত্রিক ত্রæটির কারণে কার্গো ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ