Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয় দফা দাবিতে চিনিকল শ্রমিকদের সমাবেশ

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা

সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের ডাকে মজুরী কমিশন-২০১৫ বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে জয়পুরহাট চিনিকলে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন ভবনে চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সর্বনিম্ন বেতন ৮ হাজার ৭শ’ টাকা থেকে সর্বোচ্চ ১৩ হাজার ৫শ’ টাকা মজুরী নির্ধারণ, কর্মচারীদের পেনশন প্রতিবছর ৩.৯৯ হারে গ্র্যাচুইটি নির্ধারণ, শ্রমিকদের মহার্ঘভাতা মূল বেতনের ৫০% অগ্রিম প্রদান, প্রসূতিকালীন ছুটি ৪ মাস থেকে ৬ মাসে উন্নীতকরণ, মুক্তিযোদ্ধা শ্রমিকদের অবসরের সময়সীমা বৃদ্ধি ও কর্মচারীদের সমন্বয়সহ ল্যাম্প গ্র্যান্ট প্রদানসহ ৬ দফা দাবিতে এ সমাবেশ হয়। জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আফজাল হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের আহ্বায়ক খান সিরাজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি এম কামাল উদ্দিন, বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ নূরুল হাদীসহ বিভিন্ন চিনিকলের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছয় দফা দাবিতে চিনিকল শ্রমিকদের সমাবেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ