Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

টিকা দেয়ার পর শিশুর প্রাণহানি, অসুস্থ ২৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

ভারতের হায়দ্রাবাদে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র টিকা দেয়ার পর এক শিশুর প্রাণহানি হয়েছে। এই কেন্দ্র থেকে টিকা নেয়া অন্য ২৬ শিশুকে অসুস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার তাদের টিকা দেয়া হয়েছি বলে স্থানীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে। এ দিন হায়দ্রাবাদের নামপল্লীর পিএইচসি হাসপাতালে ওই শিশুদের টিকা দেয়া হয়। টিকা দেয়ার পর তাদের শারীরিক সমস্যা শুরু হয়। তাদের মধ্যে একজন অজ্ঞান হয়ে পড়ে প্রায় সঙ্গে সঙ্গেই। যে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, তারা টিকা সম্বন্ধে বিস্তারিত তথ্য এবং ওই শিশুদের বয়স সম্বন্ধে তথ্য দিতে অস্বীকার করেছে। ওই মৃত এবং গুরুতর অসুস্থ শিশুরা ছাড়া আর যে যে শিশুকে টিকা দেয়া হয়েছে তাদের পরিবারকে পুনরায় ওই শিশুদের শারীরিক পরীক্ষার জন্য ডেকে পাঠানো হয়েছে। হাসপাতালে এক কর্মকর্তা জানান, টিকাগুলি পরীক্ষার পর ওই শিশুদের দেয়া হয়েছিল। তারপরেও এমনটা কীভাবে ঘটে গেল তা বুঝতে পারা যাচ্ছে না। টিকা দেয়ার পর একটি ট্যাবলেট থেকেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। পিটিআই।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ