Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নতুন মার্কিন যুদ্ধবিমান কিনতে চায় তাইওয়ান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন যুদ্ধবিমান কিনতে চায় তাইওয়ান। বৃহস্পতিবার দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, বর্তমান শত্রæর হুমকি মোকাবিলার জন্য এসব যুদ্ধবিমান কিনতে চাওয়ার অনুমতির জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে। তাইওয়ানের উপ-প্রতিরক্ষামন্ত্রী শেষ ইয়ি-মিং সংবাদ সম্মেলনে যুদ্ধবিমান কিনতে সরকারি অনুমতি চাওয়ার বিষয়টি ঘোষণা দিয়েছেন। তিনি জানান, পাইলটদের হাতে অত্যাধুনিক যন্ত্রপাতি তুলে দেওয়া নিজেদের রক্ষার সংকল্প ও সামর্থ্য প্রমাণ করে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কৌশলগত পরিকল্পনার প্রধান হুয়াং ওয়েন-চি জানান, এসব যুদ্ধবিমান এফ-১৫ থেকে শুরু করে এফ-১৬ এবং কাটিং এজ এফ-৩৫ স্টিল্থ যুদ্ধবিমান হতে পারে। যদি তা আমাদের যুদ্ধের প্রয়োজনীয়তা মেটায়। তিনি বলেন, আমাদের অনুরোধে কোনও নির্দিষ্ট যুদ্ধবিমানের কথা উল্লেখ করা হয়নি। এটা নির্ভর করছে যুক্তরাষ্ট্র আমাদের কোন মডেল কেনার পরামর্শ দেয় তার ওপর। এরপর আমরা নিজেদের পছন্দে নির্বাচন করব। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ