মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নারী দিবসের প্রথম প্রহরে হাঁড়ি-পাতিল নিয়ে রাস্তায় নেমেছে স্পেনের নারীরা। শুক্রবার ভোরে রাজধানী মাদ্রিদের প্রাণকেন্দ্র পুয়েত্রা ডি সোল স্কয়ারে গোলাপি রঙের ব্যাগ আর কাপড় পরে রাস্তায় নামে এসব নারী। হাঁড়ি-পাতিল বাজিয়ে রাস্তায় নামা নারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল‘ ‘বোন আমি আপনাকে বিশ্বাস করি।’ বিক্ষোভ র্যালিতে অংশ নেওয়া ২১ বছরের অ্যাব্রিল ভিলাট্রোল্লল বলেন, ‘বিক্ষোভের প্রয়োজন আছে, বিশেষ করে নারী দিবসে আরো বেশি প্রয়োজন। কারণ, এখনও নারীদের মুখোমুখি হতে হয় এমন দূরত্ব ও সমস্যা সমাজে বিদ্যমান এবং এগুলো দূর করা প্রয়োজন। আমরা এখনো পিতৃশাসিত সমাজে বাস করি।’ চলচ্চিত্রে কাজ করা এই নারী জানান, রাতে পার্টি উদযাপন করে তিনি যখন বাসায় ফেরেন তখন তিনি তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন। চলচ্চিত্রে স্পষ্টতই নারীদের প্রতি অসম আচরণ করা হয় বলেও দাবি করেন তিনি। আগামী ২৮ এপ্রিল স্পেনের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে লিঙ্গ অসমতা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ দেখা দিয়েছে। নতুন ডানপন্থি দল ভক্স জানিয়েছে তারা নির্বাচিত হলে স্পেনের লিঙ্গ সহিংসতা আইন বাতিল করবে। আর রক্ষণশীল দল পার্টিদো পপুলার জানিয়েছে, নারী দিবসকে বাম দলগুলো রাজনৈতিকরণ করেছে। এ কারণ তারা নারী দিবসের র্যালিতে অংশ নেবে না। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।