Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসদে হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্র বাকের ভাই ও মুনা প্রসঙ্গ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ১২:০৬ এএম

প্রায় ৩০ বছর আগে বিটিভিতে প্রচারিত হওয়া হূমায়ুন আহমেদের ধারাবাহিক নাটক কোথাও কেউ নেই অসম্ভব দর্শকপ্রিয়তা পেয়েছিল। এ ধারাবাহিকের সবচেয়ে আলোচিত চরিত্র বাকের ভাই এবং মুনা। বাকের ভাই চরিত্রে অভিনয় করেছিলেন, প্রখ্যাত অভিনেতা এবং সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। মুনা চরিত্রে প্রখ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। ধারাবাহিকটিতে বাকের ভাইয়ের ফাঁসি হয়। এ নিয়ে তখন দর্শকদের মধ্যে তীব্র প্রতিবাদ দেখা দেয়। বাকের ভাইকে ফাঁসি দেয়া যাবে না বলে আন্দোলনও করে। মুনার সাথে বাকের ভাইয়ের এক ধরনের সম্পর্ক ছিল। ফলে মুনা চরিত্রটিও অসম্ভব জনপ্রিয়তা পায়। আলোচিত এই দুই চরিত্রে অভিনয় করা আসাদুজ্জামান নূর ও সুবর্ণা মুস্তাফা এখন সংসদ সদস্য। সুবর্ণা মুস্তাফাকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত করায় আসাদুজ্জামান নূর অত্যন্ত সন্তুষ্ট। গত বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সুবর্ণা মুস্তাফাকে সংসদ সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি। বক্তব্যের শুরুতে আসাদুজ্জামান নূর বলেন, তিনি স্মৃতিকাতর হয়ে পড়েছেন। তিনি ৩০ বছর পেছনে ফিরে যান। ¯িপকারের উদ্দেশে তিনি বলেন, নাটকে বাকের ভাইয়ের ফাঁসি হয়। মুনা নিঃসঙ্গ নায়িকায় পরিণত হন। তবে আজ তিনি আর নিঃসঙ্গ নন। তিনি আজ এই সংসদে সাড়ে তিনশ সংসদ সদস্যের সঙ্গে বসে আছেন এবং সেই বাকের ভাই চরিত্রে অভিনয় করেছিলাম আমি, আপনার সামনে দাঁড়িয়ে আছি। শিল্পী সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, যে ঘটনাটি ঘটল, হূমায়ুন আহমেদ তার নাটকে তা করতে পারেননি। বাস্তবে এটা সম্ভব হয়েছে। এই সুযোগটি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংসদ

১৬ জানুয়ারি, ২০২৩
৫ জানুয়ারি, ২০২৩
৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ