Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈশাখী টিভিতে নিজের কথা বললেন অনিমা রায়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ১২:০৬ এএম

বৈশাখী টিভিতে নতুন বছর থেকে শুরু হয়েছে শোবিজ তারকাদের জীবনীভিত্তিক অনুষ্ঠান ‘প্রিয়মুখ’। আজ সন্ধ্যা ৬.০০ টায় প্রচার হবে এ অনুষ্ঠানের ১০ম পর্ব। এ অনুষ্ঠানে কথা বলেছেন জনপ্রিয় রবীন্দ্র সংগীত শিল্পী অণিমা রায়। বলেছেন অজানা অনেক কথা। শহিদুল ইসলাম সজীবের প্রযোজনায় অনুষ্ঠানটি গ্রন্থনা ও সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন দুলাল খান। রবীন্দ্রসঙ্গীত শিল্পী হলেও সংগীতের সব শাখাতেই রয়েছে অণিমা রায়ের বিচরণ। ছোটবেলায় কাকা বিমল রায়ে উৎসাহেই সংগীতে তার পথ চলা শুরু। হাতেখড়ি হয় ওস্তাদ দেবাশীষ শর্মার কাছে। এরপর তালিম নেন সাস্ত্রীয় সংগীতের ওস্তাদ সাধনচন্দ্র বর্মনের কাছে। রবীন্দ্র সংগীতের প্রতি তখন ছিল অণিমা রায়ের দারুণ দুর্বলতা। যে কারণে গুরু সাধনচন্দ্র বর্মন তাকে পরিচয় করিয়ে দেন রবীন্দ্র সংগীতের স্বযশী শিল্পী মিতা হকের সঙ্গে। তার কাছেই চলে অণিমার সঙ্গীতসাধনা। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগে অনার্সে ভর্তি হন। এখানেই অনার্সসহ মাস্টার করেছেন তিনি। শিক্ষক হিসেবে পান রেজওয়ানা চৌধুরী বন্যা, নিলুফার ইয়াসমিন এবং মৃদুল কান্তি চক্রবর্তীকে। এমফিল করেছেন রবীন্দ্র গীতিনাট্য, নৃত্যনাট্য ও নাটকের গান নিয়ে। পঞ্চগীতি কবির গানে স্বদেশ চেতনা বিষয়ে পিএইচডি করছেন বিশ্বজিৎ ঘোষ ও লীনা তাপসী খানের অধীনে। অণিমা রায়ের জন্ম ঢাকার কেরানী গঞ্জে, ১৯৭৯ সালের ১২ জুলাই। পেশাগত জীবনে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান। অণিমা রায়ের উলে¬খযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে কোথা যাও, আমি চিত্রাঙ্গদা, ইচ্ছামতি, রবির আলো, তোমার বিরহে, প্রাণের মাঝে আয়, মাতৃভূমি, তিন কবির গান বিবর্তন এবং কলকাতার রতœা মিত্রের সাথে গান ও আবৃত্তির অ্যালবাম প্রতীক্ষা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ