নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ম্যাচের শুরুতেই এগিয়ে গেল আর্সেনাল। আক্রমণের ধার বাড়াতে খেলল শরীরী ফুটবল। উল্টো পরিণতি, লাল কার্ডে নামলো ১০ জনের দলে। সেখান থেকেই ছন্দ পতনের শুরু। বাগে পেয়ে জ্বলে উঠলো স্টেড রেন। আক্রমণাত্মক ফুটবল খেলে ইংলিশ ক্লাবটিকে হারিয়ে উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে ফ্রেঞ্চ মিনোজরা।
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ রোয়াজোন পার্কে শেষ ষোলোর প্রথম লেগে ১০ জনের উনাই এমেরির দলকে ৩-১ গোলে হারায় রেন। এই প্রথম ফরাসি কোনো ক্লাবের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে হারল গানাররা।
৪১তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড ইসমাইলাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন গ্রিক ডিফেন্ডার সক্রাতিস পাপাস্তাথোপুলস। ১০ জনের দলে নেমে আসে আর্সেনাল। পরের মিনিটেই গোল খেয়ে বসে প্রিমিয়ার লিগের ৫ নম্বরে থাকা দলটি। সতীর্থের ফ্রি-কিক রক্ষণ দেয়ালে প্রতিহত হওয়ার পর আলগা বল জোরালো শটে ঠিকানায় পাঠান ফরাসি মিডফিল্ডার বাঁজামাঁ বুইজো।
একই রাতে অঘটনের শিকার হয়েছে ইন্টার মিলানও। জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের মাঠে গোলশূণ্য ড্র করেছে ইতালিয়ান ক্লাবটি।
বৃহস্পতিবারের ফল
রেন ৩ : ১ আর্সেনাল
ডাগরেব ১ : ০ বেনফিকা
ফ্রাঙ্কফুর্ট ০ : ০ ইন্টার মিলান
সেভিয়া ২ : ২ স্লেভিয়া
জেনিথ ১ : ৩ ভিয়ারিয়াল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।