Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শপথ নিলেন মেয়র আতিকুল

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৯, ১২:০৯ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম শপথ গ্রহণ করেছেন। গতকাল সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তিনি শপথ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করান। এছাড়া একই স্থানে রাজধানীর দুটি সিটি করপোরেশনের ৩৮ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের ১২ জন কাউন্সিলর শপথ নেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আতিকুল। ধানমন্ডির ৩২ নম্বর থেকে মেয়র ও কাউন্সিলরগণ বনানী কবরস্থানে গিয়ে প্রয়াত মেয়র আনিসুল হক এবং বঙ্গবন্ধুর পরিবারের প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন দুই সিটির নতুন কাউন্সিলরবৃন্দ। আজ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন নতুন মেয়র ও কাউন্সিলররা। আর রোববার (১০ মার্চ) প্রথম অফিস করবেন বলে জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র আতিকুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ