Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হার্ভার্ড বিজনেস স্কুল আয়োজিত ‘এশিয়া বিজনেস কনফারেন্স ২০১৯’- এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করলেন মালিহা কাদির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ৭:০৩ পিএম

বিশ্বের বিভিন্ন ব্যবসায়িক খাতে চলতি প্রবণতাকে প্রভাবিত করছে এশিয়া পাশাপাশি, বিশ্ব অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এ মহাদেশ। সম্প্রতি, হার্ভার্ড বিজনেজ স্কুলে আয়োজিত ‘এশিয়া ব্যবসায়িক সম্মেলন ২০১৯’- এ নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের প্রতিপাদ্য ছিলো ‘দ্য গেম চেঞ্জারস: কনজ্যুমারস, শেপারস, ইনোভেটরস’।
এশিয়ার প্রযুক্তি উদ্ভাবকরা এ সম্মেলনের প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন। সম্মেলনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন সহজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির। নতুন প্রযুক্তি ও উদ্ভাবন ইতিবাচকভাবে মানুষের জীবনে কিভাবে পরিবর্তন নিয়ে আসছে এ নিয়ে সম্মলনে তিনি বক্তব্য উপস্থাপন করেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইনটুডো ভেঞ্চারসের ম্যানেজিং পার্টনার এডি চ্যান এবং এয়ারবিএনবি’র (এশিয়া) সাবেক হেড অব অপারেশনস অ্যান্ড স্ট্র্যাটেজি রবার্ট হাও।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ