Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুনাম বয়ে আনছে ছিপাতলী গাউছিয়া মাদরাসা

আসলাম পারভেজ, হাটহাজারী (চট্টগ্রাম) থেকে : | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নে ইসলামী শিক্ষা বিস্তারে ছিপাতলী জামেয়া গাউসিয়া মুঈনিয়া বহুমুখী কামিল মাদরাসায় আজ দেশ বিদেশে ইসলামীর আলো ছড়িয়ে দিয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান করেছেন শিক্ষাগুরু পীরে তরিকত আল্লামা আজিজুল হক আল কাদেরী। তিনি ১৯৭৪ সালে দুর্গম এলাকায় এই মাদরাসাটি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠালগ্ন থেকে অত্র মাদরাসার সুনাম দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। এখান থেকে লেখাপড়া করে দেশ বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দ্বীনি ধর্ম মাযহার মিল্লাত তথা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের খেদমত করে যাচ্ছেন।
প্রিন্সিপাল শাহাযাদা মাওলানা আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দীনের সম্পাদনায় আজিজিয়া কাসেমি ট্রাস্টের মাসিক ইসলামি বাংলা পত্রিকায় প্রকাশ করা হয়। আগামী ৯ মার্চ উক্ত মাদরাসার বার্ষিক ৩ দিন ব্যাপি সালনা জলসা অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাউছিয়া মাদরাসা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ