Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রত্যাশিত আয় করছে ‘লুকা ছুপ্পি’

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

গত শুক্রবার বলিউডের ‘লুকা ছুপ্পি’, ‘সোনচিড়িয়া’, ‘গুপি গাওয়াইয়া বাঘা বাজাইয়া’ এবং ‘সেটার্স’ ফিল্ম চারটি মুক্তি পেয়েছে। এগুলোর মধ্যে ‘লুকা ছুপ্পি’ এবং ‘সোনচিড়িয়া’ চলচ্চিত্র দুটিই শুধু কিছু আয়ের মুখ দেখবে এমনই আশা করা হয়েছিল। হয়েছেও তাই। এ দুটির মধ্যে ‘লুকা ছুপ্পি’ বেশ আয় করছে আর গড় আনুকূল্য পেয়েছে সমালোচকদের থেকে। রোমান্স ড্রামা ‘লুকা ছুপ্পি’তে ল²ণ উটেকারের পরিচালনায় অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, কৃতি সানোন, অপরশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠি, বিনয় পাঠক এবং অতুল শ্রীবাস্তব। শুক্রবার ৮.০১ কোটি রুপি দিয়ে ফিল্মটি আয়ে খাতা খোলে। শনিবার আর রবিবারের আয় যথাক্রমে ১০.০৮ কোটি রুপি এবং ১৪.০৪ কোটি রুপি। সপ্তাহান্তে ফিল্মটি আয় করেছে ৩২.২৩ কোটি রুপি। সোমবারের আয় ৭.৯ কোটি রুপি। ড্রামা ফিল্ম ‘সোনচিড়িয়া’ পরিচালনা করেছেন অভিষেক চৌবে, এতে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত, ভূমি পেদনেকার, মনোজ বাজপেয়ি, রণবীর শোরে এবং আশুতোষ রানা। শুক্রবার ফিল্মটি আয় করেছে ১.২ কোটি রুপি। সপ্তাহান্তের আয় ৪.৬ কোটি রুপি। সোমবারের আয় ৮০ লক্ষ রুপি। ‘সোনচিড়িয়া’ প্রশংসায় ‘লুকা ছুপ্পি’ থেকে এগিয়ে আছে। কিন্তু প্রদর্শনের জন্য কম পর্দা পাওয়াতে আয় উল্লেখযোগ্যভাবে কম হচ্ছে। ‘লুকা ছুপ্পি’র ২১০০ পর্দার বিপরীতে ‘সোনচিড়িয়া’ পেয়েছে ৭২০ পর্দা। ‘টোটাল ধামাল’ ফিল্মটির সর্বশেষ আয় ১২৪ কোটি রুপি। ‘গালি বয়’ এ পর্যন্ত আয় করেছে ১৩৫ কোটি রুপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লুকা ছুপ্পি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ