ইবি ভিসির অফিসে তালা, অডিও ক্লিপ বাজিয়ে আন্দোলন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনেও ভিসি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে ঢাবি শিক্ষকদের সাথে মতবিনিময় করেছে ছাত্রদল। বুধবার (৬ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম ও ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক ছাত্রনেতা রকিবুল ইসলাম বকুল সহ ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কয়েকজন নেতা জানান, ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তর আলোচনা হয়। কীভাবে প্রচারণা চালানো যায়, বা সকল ভোটারের কাছে ছাত্রদলের প্যানেলের প্রার্থীদের কথা পৌঁছানো যায় সে নিয়েও আলোচনা হয়। তবে ঢাবি ক্যাম্পাস ও হলে সহাবস্থানের পরিবেশ এখনো নিশ্চিত হয়নি মর্মে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। সেইসাথে সহাবস্থান নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে আগামীকাল সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ছাত্রদলের নেতৃবৃন্দ সাক্ষাৎ করবেন বলে সিদ্ধান্ত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।