Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যারি কেইনের আলোয় কোয়ার্টার ফাইনালে টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ৭:৩৭ এএম

কোয়ার্টার-ফাইনালে উঠতে প্রথম লেগে হারের ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে হতো বরুসিয়া ডর্টমুন্ডকে। পারেনি তারা। উল্টো হেরে বসেছে আবারও। মঙ্গলবার রাতে হ্যারি কেইনের একমাত্র গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠেছে টটেনহ্যাম হটস্পার।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন ইংলিশ তারকা। তার সেই গোল শেষ পর্যন্ত লড়াই করেও শোধ দিতে পারেনি বুন্দেলিগার শীর্ষস্থানধারীরা। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা চারে থাকা দলটি।

রাতের অপর ম্যাচে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে উড়িয়ে শেষ আটে নাম লিখিয়েছে আয়াক্স। সান্তিয়াগো বের্নাবেউয়ে শেষ ষোলোর ফিরতি পর্বে ৪-১ গোলে জিতেছে নেদারল্যান্ডসের দলটি। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডে ওঠেছে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ